.jpg)
রাশিয়ার জরুরী অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২২ আগস্ট বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা যাছে যে, সম্ভবত বজ্রপাতের জন্য একই দিনে ইউক্রেনের দোনেতক্সে রাশিয়ার থু-১৫৪ যাত্রীবাহী বিমানটি বিদ্ধস্ত হয়েছে।
ইউক্রেনের হাইড্রোমেট্রিক ও আবহাওয়া কেন্দ্রের এক কর্মকর্তা বলেছেন, খুব খারাপ আবহাওয়ার কারণে রাশিয়ার এই যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে। ইউক্রেনের দোনেতক্সে তখন বজ্রপাতসহ হচ্ছিল।
রাশিয়ার পুলকোভো বিমান কোম্পানির আর একটি যাত্রীবাহী বিমান একই দিন রাশিয়ার দক্ষিণাংশের শহর আনাপা থেকে সেন্ট পিটারর্সবার্গে যাওয়ার পথে বিদ্ধস্ত হয়েছে। রাশিয়ার জরুরী অবস্থা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিমানে ১৬০ জন যাত্রী এবং দশ জন ক্রু সবাই প্রাণ হারিয়েছে।
.jpg)
রাশিয়ার প্রেসিডেন্টের তথ্য ব্যুরো ২৩ আগস্ট ঘোষণা করেছে, ইউক্রেনে রাশিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ২২ আগস্ট এক প্রেসিডেন্ট আদেশ বলে ২৪ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।
|