v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-23 17:36:52    
টি আকারের মঞ্চে তত্পর চীনের মডেলরা

cri
    চীনে মডেলরা আরামদায়ক পদক্ষেপে ফ্যাশনের প্রতিনিধিত্বকারী টি আকারের মঞ্চে অসংখ্য ক্যামেরার আলোতে চলাফেরা করেন । এই পেশা এখন চীনের অগণিত সুদর্শন ছেলে ও সুন্দরী মেয়ের কাছে সবচেয়ে প্রত্যাশিত একটি পেশাতে পরিণত হয়েছে । আজকের অনুষ্ঠানে চীনের কয়েকজন মডেলের সংগে আপনাদের পরিচয় করিয়ে দেবো । অনুষ্ঠানটি উপস্থাপন করছি আমি শি চিং উ ।

    মডল চাং ইং সির বয়স ২০ বছর । তিনি ১.৮০ মিটার লম্বা । তার চুল বেশ লম্বা । তার বড় বড় চোখ যেন কথা বলতে পারে । তার মুখে তারুণ্যের ছাপ স্পস্ট । তিনি উত্তর-পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশে জন্মগ্রহণ করেন । চীনের ষষ্ঠ পেশাদার মডেল প্রতিযোগিতায় তিনি শিরোপা লাভ করেছেন । এখন তিনি পেইচিংয়ের একটি সুবিখ্যাত মডেল কোম্পানিতে কাজ করেন । তিনি বলেছেন ,

    আমাদের কোম্পানির লোকেরা মনে করেন যে, মডলের পেশায় আমার উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনা রয়েছে । আমার চেহারা ও মুখন্ডল একজন পেশাদার মডলের বেশ উপযোগী । সব ধরণের পোশাকেই আমাকে ভালো দেখায় । তবে আমি অসাধারণ পোশাক পরতে পছন্দ করি ।

    যখন চাং ইং সি মাধ্যমিক স্কুলে পড়তেন , তখন তিনি মডেল - এই পেশাকে ভালোবাসতে শুরু করেন । সে সময় তার বাড়ির কাছে বেশ কিছু সংখ্যক মডেল প্রশিক্ষণ সংস্থা ছিল । যেসব মেয়ের শারীরিক অবস্থা ভালো , সেসব মেয়ে এই সংস্থাগুলোতে প্রশিক্ষণ নেন । চাং ইং সিও এমন একটি মডেল প্রশিক্ষণ সংস্থায় যোগ দিয়েছেন । পরে বাবা ও মার সমর্থনে তিনি পেশাদার মডেল প্রশিক্ষণ স্কুলে ভর্তি হন । তখন থেকে তিনি একজন পেশাদার মডেল হন ।

    বর্তমানে চীনে চাং ই সির মত ৫০ হাজারেরও বেশি পেশাদার মডেল রয়েছেন । মডল ব্যবস্থাপনা কোম্পানির সংখ্যাও ৫ হাজার ছাড়িয়ে গেছে । অনেক মেয়ে কেন মডেল হতে চায় ? নারী মডেল উ সিয়াও ছেন সরাসরি তার মত প্রকাশ করেছেন । তিনি বলেছেন ,

    টেলিভিশনে আমরা সবসময় প্রখ্যাত মডলের চেহারা দেখতে পাই। আমি তাদের খুব ইর্ষা করি । আমার মনে হয় এই পেশা একটি আলোক উদ্ভাসিত পেশা । মঞ্চের নীচে অসংখ্য ক্যামেরা আপনার উদ্দশ্যে খোলা হয় । টি আকারের মঞ্চে চলাফেরার সময় নিজেকে আমার সবচেয়ে বেশি আস্থাবান মনে হয় ।

    মডেলরা মঞ্চে যে মুহুর্তে ভালোভাবে তাদের কমণীয় চেহারা প্রদর্শন করেছেন , ঠিক তার পেছনে মঞ্চের নীচে তাদের কঠোর পরিশ্রম নিহিত রয়েছে । মডেল চাং ইং সি বলেছেন , সাধারণত তারা নানা ধরণের প্রশক্ষণ গ্রহণ করেন । অনেক সময় তারা এক একবার আধা ঘন্টা ধরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকেন । প্রতিবার দাঁড়ানোর প্রশিক্ষণের সময় তাদের কোমরে ও পীঠে তীব্র ব্যাথা হয় ।

    অথচ চাং ই সি মনে করেন যে, নিজের আদর্শ বাস্তবায়নের জন্যে প্রায়শই দু:খকষ্ট স্বীকার করতে হয় । তিনি বলেছেন ,

    আমার মনে হয় , দু:খকষ্ট সহ্য করার মূল্য আছে । কেন না আমার পরিশ্রম বৃথা যায় নি । এখন আমি সুনিপুণভাবে নিজেকে প্রদর্শন করতে সক্ষম হয়েছি ।

    ২৮ বছর বয়সের ওয়াং হুই পুরুষ মডলদের মধ্যে একজন শীর্ষ পর্যায়ের মডেল । পোশাক প্রদর্শন ছাড়া তিন মুক্তা , কম্পিউটার , হাতঘড়ি , গাড়ি ও মোবাইলের মত নানা ধরণের প্রদর্শনীতে অংশ নিয়েছেন । টি আকারের মঞ্চে ওয়াং হুই নিজের চেহারার ভাষা দিয়ে প্রদর্শিত পণ্যগুলোর ফ্যাশনসম্মত সারমর্ম গভীরভাবে প্রকাশ করতে পারেন ।

    তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন , একবার পেইচিংয়ের উপকন্ঠে অবস্থিত সিয়াং শান পার্কে একটি টিভি বিজ্ঞাপন তৈরির কাজে তিনি অংশ নিচ্ছিলেন । বিজ্ঞাপনে তিনি একজন ম্যারাথন দৌড়বিদের ভূমিকায় অভিনয় করলেন । তখন শীতকাল ছিল । বাইরে তাপমাত্রা ছিল শূণ্যের নীচে দশ বারো ডিগ্রী সেন্টিগ্রেড । সেসময় তিনি গেঞ্জি ও হাফ প্যান্ট পরেছিলেন । তিনি সিয়াং শান পার্কের পাহাড়ী রাস্তায় দুদিন ধরে দৌড়ালেন । তখনকার দৃশ্য এখনো তার মনে জাগরূক রয়েছে । তিনি বলেছেন ,

    গোড়ার দিকে আমি সহ্য করতে পারতাম । পরে আমার খুবই ঠান্ডা লাগছিল । অকূস্থলে কয়েক শ' জনতা ছিলেন । তারা সবাই বড় বড় ওভার কোর্ট পরেছিলেন । রাতে যখন আমি বাড়িতে ফিরে গেলাম , আমার সারা গা ঠান্ডা ছিল । শীত যেন আমার শরীরের একেবারে ভেতরে প্রবেশ করেছে ।

    মডলের কাজ অনেক পরিশ্রমের হলেও অধিকাংশ সময়েই আমার আনন্দ লাগে । কেন না চীনের মডেলদের বেতন একটু উঁচু । সাধারণত মাসে তারা ১০ হাজার ইউয়ান উপার্জন করতে পারেন । অবসরের সময় মডেলরা প্রায়শই রেসতোঁরা ও কারা ওকে রুমে গিয়ে পার্টি করেন । সবাই তরুণ তরুণী বলে তারা আনন্দময় পরিবেশে নিজেদের উপভোগ করেন ।

    সকলের জানা আছে যে, মডেলদের চাকরীর মেয়াদ খুবই স্বল্প । তবে এসব তরুণ মডেলরা ভবিষ্যতে কে কি চাকরী করবেন ? যেসব মডেলদের বয়স একটু বেশি , সেসব মডেলরা তাদের ভবিষ্য সম্পর্কে চিন্তাভাবনা করতে শুরু করেছেন । পুরুষ মডেল ওয়াং হুই বলেছেন , ফ্যাশন মহলে বহু বছর ধরে কাজ করেছি বলে স্বাভাবিকভাবে ফ্যাশনের প্রতি আমার স্নেহ-মমতা রয়েছে । ভবিষ্যতে আমি মডেলের কাজ না করলেও আমার চাকরী ফ্যাশনের সংগে সম্পর্কিত হবে । তিনি বলেছেন ,

    আমরা নানা মহলের বহু লোকের সংগে মেলামেশা করেছি । যেসব লোকের পরিসেবায় আমরা নিয়োজিত রয়েছি, তাদের মধ্যে আমরা অনেক বন্ধু পেয়েছি এবং তাদের সংগে অত্যন্ত নিবিড় সম্পর্ক গড়ে তুলেছি । আমি ফ্যাশনকে খুব পছন্দ করি । কারণ এই পেশার মধ্যে আমি সবসময় সুদর্শন ও মনোরম জিনিস দেখতে পাই ।

    কোনো কোনো মডল নিজের উদ্যোগে মডেল ব্যবস্থাপনা কোম্পানি খুলেছেন । যেমন চীনের বিখ্যাত নারী মডেল চিয়াং ফেই লিন নিজেই একটি মডেল কোম্পানি খুলেছেন । তার ব্যবসা বেশ সরগরম রয়েছে ।

    তুং ফাং পিন লি সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রের কর্মী মিস ফান সিন আমাদের সংবাদদাতাকে বলেছেন ,

    মডেলদের বহমুখী উন্নয়নের জন্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি । মডলদের আলাদা আলাদা অবস্থা অনুসারে আমরা তাদের লেখাপড়া ও সিনেমা বা টিভি-নাটকে অভিনয়ের প্রশিক্ষণ নেয়ার সুযোগ দিয়েছি । আমাদের কোম্পানি এই পেশায় মর্যাদা রয়েছে । মডেলের উন্নয়নের জন্যে এই পেশায় আমরা এগিয়ে আছি । আমরা আশা করি, অন্য কোম্পানিও আমাদের কোম্পানিকে অনুসরণ করবে ।