তুমি ধুসর মরুভূমিতে ফোটা সুগন্ধিময় ফুল,
তোমার তুলনা সত্যি হে "সি আর আই" অসীম অতুল।
তোমার পরশে কতো হলো ভালো,
জীবন থেকে দূর হলো ঘন কালো।
পথ ভোলা অবুঝ পেলো পথের দিশা,
চোখ থেকে কেটে গেল ঘোর অমানিশা।
প্রার্থনা তাই যুগে যুগে থাকো অক্ষয়,
বাঁধার পাহাড় পেরিয়ে তুমি সত্যকে করো জয়।
---বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাকচুয়া গ্রামের সাকসেস রেডিও ক্লাবের এম. এম. জহুরুল ইসলাম
|