২৩ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কার্যালয় বলেছে , চীন বরাবরই মনে করে , পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা হল সবচেয়ে ভালো পথ । এটা বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কার্যালয় বলেছে যে , পেইচিং সময় ২২ আগস্ট সন্ধ্যায় চীন সহ বিভিন্ন পক্ষের কাছে ইরান সমস্যা সমাধানে সাড়া দিয়েছে । চীন এখন তা সর্তকভাবে যাচাই করছে । চীন আশা করে ইরান আন্তর্জতিক সম্প্রদায়ের উত্কন্ঠা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । চীনও আশা করে বিভিন্ন পক্ষ সংযম বজায় রাখবে এবং আলোচনা আবার শুরু করার জন্য শর্ত যোগাবে ।
|