ইইউ কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি জাভিয়ের সোলানা ২২ আগস্ট সন্ধ্যায় বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী উপস্থাপিত ইরানের পরমাণু সমস্যা সমাধানের প্রস্তাব সম্পর্কে ইরানের লিখিত জবাব পেয়েছে।
একই দিন তিনি বলেছেন, ইরানের জবাব নানা বিষয়ের সঙ্গে সম্পর্কিত। সুতরাং ক্রমে ক্রমে বিশলেষণ করা দরকার। তিনি আরো বলেন, জবাবের বিস্তারিত ফলাফল পাওয়ার আগ পর্যন্ত তিনি ছ'পক্ষ ও ইরানের প্রধান পরমাণু প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।
|