চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের আমন্ত্রণে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো রাফ্যাল সাভেজ ফ্রিয়াস ২২ আগস্ট সন্ধ্যায় পেইচিংয়ে পৌঁছে ছ'দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।
সফরকালে, হু চিন থাও সাভেজের সঙ্গে বৈঠক করবেন। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পাং কুও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ছাভেজের সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থ-বাণিজ্য, শক্তিসম্পদ সহযোগিতা এবং অভিন্ন স্বার্থজড়িত অঞ্চল ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করবেন।
জানা গেছে, এটা হচ্ছে সাভেজের চতুর্থ সফর। এর আগে ১৯৯৯, ২০০১ ও ২০০৪ সালে তিনি চীন সফর করেন।
|