পর্যালোচনা করার জন্য সন্ত্রাসবাদ , বিচ্ছিন্নতাবাদ আর উগ্রবাদ এই তিনটি শক্তির ওপর যৌথ আঘাত হানা সংক্রান্ত চীন ও পাকিস্তানের সহযোগিতা চুক্তি ২২ আগস্ট চীনের জাতীয় গণ কংগ্রেসের কাছে দাখিল করা হয়েছে ।
গত বছরের এপ্রিল মাসে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তিতে এই তিনটি শক্তি বিষয়ক সংজ্ঞা , পরস্পর প্রযুক্তি, সামগ্রী ও তথ্য যোগানো বিষয়ক বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে । চীন সরকার মনে করে যে , এই চুক্তির অনুমোদন ও প্রবর্তনে উভয় পক্ষের সন্ত্রাস দমনের সহযোগিতা জোরদার করা আর দু'দেশের মৈত্রী সম্পর্কের আরো উন্নয়ন করার জন্য অনুকূল হবে ।
|