|
 |
(GMT+08:00)
2006-08-22 19:41:19
|
 |
যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে উত্তর কোরীয় তথ্যমাধ্যমগুলোর নিন্দা
cri
২২ আগ্যস্টউত্তর কোরিয়ার ক্যাবিনেট সংগঠনের পত্রিকা ' মিনজু ছোসনের' প্রকাশিত একটি ভাষ্যে বলা হয়েছে, ২১ আগষ্ট যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার আয়োজিত যৌথ সামরিক মহড়া কোরীয় উপ-দ্বীপের উত্তেজনাময় পরিস্থিতিকে তীব্রতর করে তুলেছে। এই মহড়া উত্তর কোরিয়ার পক্ষে একটি ভয়ংকর সামরিক হুমকি। ভাষ্যটিতে বলা হয়েছে, কোরীয় উপ-দ্বীপের যুদ্ধের হুমকি ' যুক্তরাষ্ট্র থেকে এসেছে'। মার্কিন সেনাবাহিনীর প্রণয়ন-করা যুদ্ধ লড়াইয়ের পরিকল্পনা ৫০২৭ অনুযায়ী এই যৌথ সামরিক মহড়া চালানো হয়। উত্তর কোরিয়ার উপর আগে থেকে আঘাত হানা এই পরিকল্পনার প্রধান লক্ষ্য। ভাষ্যটিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আয়োজিত এই সামরিক মহড়া ২০০০ সালের জুন মাসে উত্তর-দক্ষিণ শীর্ষ নেতাদের স্বাক্ষরিত ' উত্তর-দক্ষিণ ঘোষণা' লঙ্ঘিত হয়েছে। যার ফলে দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটেছে। ভাষ্যটিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া নিবিড়ভাবে এই যৌথ সামরিক মহড়ার দিকে দৃষ্টি রাখছে এবং দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই যৌথ সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
|
|
|