চীনের নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছু পাও সিং ২২ আগস্ট বলেছেন , চীনে শহরের পানির সরবরাহ ও নিষ্কাশন , বর্জ্য পানি দূষণমুক্ত , পানির পুনঃব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের জন্য বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ও বেসরকারী শিল্প প্রতিষ্ঠানকে উত্সাহ দেয়া হচ্ছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত একটি তথ্য-জ্ঞাপন-সভায় তিনি বলেছেন , পরবর্তী ৫ বছরে চীনে পানির সরবরাহ ও নিষ্কাশন , বর্জ্য পানি দূষণমুক্ত , পানির পুনঃব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের জন্য ১ ট্রিলিয়ন ইউয়ান প্রয়োজন হবে । আগে এই সব ক্ষেত্র পুরোপুরি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আনা হতো । বর্তমানে এই সব ক্ষেত্রকে বাজার অর্থনীতির সংস্কারের একটি প্রধান কার্যক্রম হিসেবে নির্ধারণ করা হয়েছে । সরকার এই সব বাজার উন্মুক্ত করবে । সুতরাং চীনে এই সব ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের জন্য বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ও বেসরকারী শিল্প প্রতিষ্ঠানকে উত্সাহ দেয়া হবে ।
|