পর্যালোচনা করার জন্য চীনের প্রকৃত অধিকার বিষয়ক খসড়া আইন ২২ আগস্ট পঞ্চমবারের মতো আইন প্রণয়নকারী সংস্থার কাছে দাখিল করা হয়েছে । এই খসড়া আইনে সঠিকভাবে চীনের মূল অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় , যৌথ আর ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষা সংক্রান্ত নীতিও তুলে ধরা হয়েছে ।
এই আইন প্রণয়নে চীনে ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষা সংক্রান্ত আইন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে তোলা হবে । সেইজন্য এই বিষয়ের ওপর চীনের পন্ডিত ও জনসাধারণের মধ্যে তর্ক-বিতর্কের ব্যবস্থা করা হয়েছিল । এই খসড়ার বিষয়বস্তুতে সরকারী নির্মাণকাজের জন্য কৃষকদের ভূমির ব্যবহার , গ্রামাঞ্চলে গণ-মালিকানা ভূমির ব্যক্তিগতভাবে কেনা-বেচা ইত্যাদি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা অন্তর্ভুক্ত । রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এই খসড়ায় কৃষকসহ জনসাধারণের স্বার্থের সংগে সম্পর্কিত সংশ্লিষ্ট সমস্যাগুলোও বিবেচনা করা হয়েছে ।
|