পানি সম্পদের অভাব আর শহরে পানির দূষণ অধিক থেকে অধিকতর তীব্র হয়ে উঠার সমস্যা সমাধানের জন্য চীনে শহরের বর্জ্য পানির দূষণমুক্ত হার বাড়ানো হবে । ২০১০ সালের মধ্যে চীনের শহরগুলোতে বর্জ্য পানির দূষণমুক্ত হার ৭০ শতাংশের কম হবে না ।
চীনের নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছু পাও সিং ২২ আগস্ট পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , ২০০৫ সালের শেষ নাগাদ চীনে শহরের বর্জ্য পানির দূষণমুক্ত হার ৫২ শতাংশে দাঁড়াবে । তবে চীনে পানি সম্পদের অভাব আর শহরগুলোতে পানির দূষণ দিন দিন তীব্র হয়ে উঠার সমস্যা এখনো বিরাজ করছে ।
তিনি বলেছেন , পরবর্তী ৫ বছরে চীনে কলের পানিবাহী পাইপের পুনর্গঠন জোরদার হবে , পানি সাশ্রয়ী আভিযান চালানো হবে এবং শহরের বর্জ্য পানির দূষণমুক্ত হার আরো বাড়ানো হবে । তিনি বলেছেন , এ বছরের শেষ নাগাদ চীনের বিভিন্ন শহরে বর্জ্য পানি দূষণমুক্ত করার জন্য ফি আদায়ের ব্যবস্থা চালু হবে ।
|