২২ আগস্ট পাকিস্তানের নিউজ পত্রিকার খবরে প্রকাশ , পাকিস্তান আধুনিক সরঞ্জামের সাহায্যে যুক্তরাষ্ট্রগামী মালপত্রের নিরাপদ পরীক্ষা চালাবে । যাতে উত্সের দিক থেকে সন্ত্রাসী তত্পরতা জড়িত সন্দেহজনক মালপত্র পরিবহন রোধ করা যায় ।
কন্টেইনারসমূহ নিরাপদে পরীক্ষার জন্য ব্যবহার্য সকল আধুনিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র প্রদান করবে । এ বছরের শেষ নাগাদ এ সব সরঞ্জাম পাকিস্তানের করাচীস্থ কাশিম বন্দরে বসানো হবে । নিরাপদে পরীক্ষার সরঞ্জাম চালু হওয়ার পর পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রগামী মালমাল নিরাপদ পরীক্ষার প্রক্রিয়া ভিডিও ব্যবস্থার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে ।
এই সরঞ্জামের মাধ্যমে যে কন্টেইনারগুলো নিরাপদে পরীক্ষা করা হবে , তা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আর পরীক্ষা করার দরকার হবে না । ফলে শুল্ক বিভাগের এই সব মালপত্র প্রবেশের ক্ষেত্রে সময় অনেক কমে যাবে ।
|