২১ আগস্ট চীনের প্রেসিডেন্ট হু চিনথাও মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে টেলিফোনে দু'দেশের অর্থনৈতিক সংলাপ জোরদার করা এবং দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নকে আরো ত্বরান্বিত করার বিষয় নিয়ে মত বিনিময় করেছেন ।
প্রথমে চীনের দক্ষিণপূর্ব উপকূলীয় অঞ্চলের কয়েকটি প্রদেশে বিরাট টাইফুন'র দুর্যোগের জন্যে বুশ তার সমবেদনা প্রকাশ করেছেন । হু চিনথাও তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে দু'দেশ অর্থনৈতিক ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা জোরদার করবে,যাতে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ়ভাবে উন্নত করা যায় ।
হু চিনথাও বলেছেন, চীন ও মার্কিন অর্থনৈতিক যোগাযোগ ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে দু'পক্ষের সংলাপ জোরদার করা দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক গঠনমূলক সহযোগিতা সম্পর্কের উন্নয়নে সহায়ক হবে এবং বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও পৃথিবীর স্থিতিশীলতা আর নিরাপত্তার প্রতি সক্রিয় ভূমিকা পালন করবে । এ সম্পর্কে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে ইচ্ছুক ।
|