v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-22 15:49:19    
"পাগল পাথর"এর পরিচালক : নিং হাও

cri
    সম্প্রতি চীনে একটি মজার চলচ্চিত্র "পাগল পাথর" টিকিট বিক্রি থেকে রেকর্ড সৃষ্টি করেছে। এই চলচ্চিত্র নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫ মিলিয়ন ইয়ান, কিন্তু টিকিট বিক্রি থেকে এর তিন গুণ আয় হয়েছে। এই চলচ্চিত্রের পরিচালক নিং হাও এর জন্যও বিখ্যাত হয়েছেন।

    এই মাত্র আপনারা শুনেছেন "পাগল পাথরের" কিছু অংশ।

  "পাগল পাথর" হলো একটি খুব মজার আনন্দদায়ক চলচ্চিত্র। পরিচালক নিং হাও ও কয়েকজন প্রধান অভিনেতা একসঙ্গে রচনা করেছেন। এই গল্প দক্ষিণ-পশ্চিম চীনের ছুং ছিং শহরের একটি শিল্প কারখানা নিয়েছে। এই কারখানার একটি পুরোনো ভবন ধ্বংস করার সময় একটি অমূল্য জেড আবিষ্কার করা হয়েছে। এই কারখানার পরিচালক এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে দেশের ও বিদেশের চোর এই অমূল্য জেড চুরি করার চেষ্টা করছে। চুরি করতে কারখানার সিকিউরিটির লোকদের মোকাবেলার সঙ্গে সঙ্গে অভ্যন্তরের প্রতিদ্বন্দ্বিতাও মোকাবেলা করতে হবে। এভাবে গোটা গল্পটিতে মজার কাহিনী সৃষ্টি করা হয়েছে।

    এই চলচ্চিত্রের আরেকটি বৈশিষ্ট আছে। তা হলো অভিনেতারা অভিনয়ের সময়ে আঞ্চলিক ভাষা বলে। এতেও দর্শকরা অনেক মজা পায়। কিন্তু এতো মজার ছবিতে অভিনেতারা কিন্তু সবাই হাশি মুখ না। এ নিয়ে পরিচালক নিং হাও বলেছেন:

  " আসলে শুটিংর সময়ে সবাই গভীর মুখে থাকতো। কারণ এই মজার অংশ আমরা ইচ্ছা করে সৃষ্টি করেছি। কিভাবে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করা যায় তা আমরা ভালোভাবে চিন্তা করেছি। তাই শুটিংয়ের সময়ে সবাই খুব মনোযোগী ছিল। শুটিংয়ের স্থলের পরিস্থিতি উত্তেজনাকর ছিল।"

    নিং হাও একজন লাকি পরিচালক। গত বছরে হংকংয়ের বিখ্যাত তারকা আন্ডি লাউ একটি ইং ই কোম্পানি গঠন করেছেন। তিনি "এশিয় নতুন পরিচালক" নামক একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় তিনি ৬ জন এশিয়ার নতুন পরিচালককে অর্থ বিনিয়োগ করে তাদের ছবি তৈরীতে সাহায্য করছেন। নিং হাও এর মধ্যে এক জন। তিনি এক মাত্র চীনের মূলভূভাগের পরিচালক।

    ২৯ বছর বয়স্ক নিং হাও চীনের শানসি প্রদেশের থাই ইয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের পরিবার পরিকল্পনা চালু হওয়ার পর জন্মগ্রহণকারী। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা ও সংগীতের উপর বেশ আগ্রহী। তিনি নিজেও একটি ব্যান্ড গঠন করেছিলেন। ১৯৯৬ সালে কলেজে ছবি আঁকা পড়াশোনা শেষে তিনি কোন বিষয়ে চাকরি করবেন তা চিন্তা করা শুরু করেন। তিনি বলেছেন:

  "কলেজ শেষে আমি থাই ইয়ান শহরের নাটক দলে চাকরি পেয়েছি। কিন্তু সেই পরিবেশ আমি মোটেও পছন্দ করি না। কি করবো? অনেক ভাবলাম। পরে পরিবারের সবাইকে বলেছি আমি অন্য জায়গায় দেখতে চাই। বাবা আমার চিন্তা গ্রহণ করতে পারেন না। কিন্তু শেষে তিনি আমাকে ২ হাজার ইউয়ান দিয়ে অন্য শহরে যেতে দিতে রাজি হন।"

     এই টাকা নিয়ে নিং হাও পেইচিংয়ে এসেছেন। নিজের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন। প্রথমে তিনি তারকাদের ছবি তুলতে করেন। পরে পেইচিং চলচ্চিত্র একাডেমিতে নিজকে আরো যোগ্য করতে পড়াশোনা শুরু করেন। ২০০২ সালে নিং হাও "লুই ছাও দি" অর্থাত সবুজ ঘাসের মাটি নামক একটি চলচ্চিত্র শুটিং করেন। এতে আন্ডি লাউ তার প্রতিভা দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। নিং হাও বলেছেন:

  "আমি মনে করি চলচ্চিত্র নিজেরই উন্নয়নের সার্থ্য থাকতে হবে। বাজারে তা স্বীকৃতি না পেলে শত ভালো হলেও ব্যবসা করা সম্ভব হবে না। কারণ যদি ছবি বিক্রি না করা যায়, তাহলে পরিচালক কিভাবে বেঁচে থাকবেন?"

     ছবিটির ব্যবসার সফলতা প্রমাণ করেছে, নিং হাওয়ের "পাগর পাথর" চীনের বাজারের স্বীকৃতি পেয়েছে। নিং হাও এখন যুক্তরাষ্ট্রের বৃহত্তম অভিনয় ব্যবস্থাপনার কোম্পানি সিএএ'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এই কোম্পানিতে বিখ্যাত পরিচালক লি আন, জন উ এবং স্টিফিন স্পিলবার্গ অন্তর্ভুক্ত আছেন। নিং হাও এখন আরেকটি ছবি "লাল গ্রীড়া গাড়ি" শুটিং করার প্রস্তুতি নিচ্ছেন। এটি আরো বেশি সাফল্য পাবে বলে আমরা আশাবাদী।