মার্কিন প্রেসিডেন্ট বুশ ২১ আগস্ট হোয়াইটহাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে লেবাননে অস্থায়ী সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন । তিনি আরো বলেছেন , ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার ভুল হবে ।
বুশ বলেন , আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত লেবানন মোতায়েন যৌথ বাহিনীর আরও শক্তিশালী করা এবং সঠিকভাবে এই বাহিনী মোতায়েন করা । বুশ লেবাননকে ২৩ কোটি মার্কিন ডলার সাহায্য দেয়ার কথাও ঘোষণা করেছেন ।
ইরাক গৃহযুদ্ধে জড়াবে বুশ তা অস্বীকার করেছেন । তিনি বলেন , মার্কিন বাহিনী এখনই ইরাক থেকে প্রত্যাহার করা হলে ইরাক আরও সংকটে পড়বে । তিনি হুশিয়ারী দিয়ে বলেছেন যে , যদি ইরাক সরকার ব্যর্থ হয় , তাহলে ইরাক সন্ত্রাসী ও উগ্রপন্থীরদের স্বর্গে পরিনত হবে ।
ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে বুশ বলেন , যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ইরানের সাড়া দেয়ার অপেক্ষা করছে ।
|