v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-21 22:04:28    
চীন বৈজ্ঞানিক উপায় নিয়ে ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা রক্ষা করে

cri
    ছিন শিহুয়াং সমাধিস্থল হল চীনের সম্রাটদের জন্য নির্মিত এমন একটি সমাধিস্থল যা আকারে বিশ্বে সবচেয়ে বড়। এর কাঠামো সবচেয়ে অদ্ভূত এবং সমৃদ্ধ। ছিন শিহুয়াং এর সঙ্গে কবর-দেওয়া সৈনিক ও ঘোড়ার টেরাকোটা গর্তের মিসরের পিরোমিডের মতো সুনাম রয়েছে। তাকে বিশ্বের অষ্টম বিস্ময় বলে গণ্য করা হয়। সাম্পতিক বছরগুলোয় ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা হচ্ছে চীন ও বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান করার দূত। সৈনিক ও ঘোড়ার টেরাকোটায় রঙ লাগিয়ে চীনের পুরাকীর্তি রক্ষার কর্মীরা প্রচুর গবেষণা কাজ করেছেন। তাঁরা কি উপায়ে ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা রক্ষা করেছেন? আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো।

    ১৯৭৪ সালের বসন্তকালে , স্থানীয় কৃষকরা কুয়া খনন করার সময় বিপুল পরিমাণের চীনমাটি উদ্ধার করেন। কৃষকরা খুব একটা খেয়াল করেন নি। তারা এ সব চীনামাটি ফেল দিতে চেয়েছিলেন। একজন পুরাকীর্তি সংরক্ষণ ব্যক্তি সরাজমিনে ছিলেন। তিনি এ সব চীনামাটি দেখার পর উপলদ্ধি করলেন এটা হল একটি গুরুত্বপূর্ণ উদ্ধার। তিনি সঙ্গে সঙ্গে জেলার পুরাকীর্তি ব্যুরোর কর্মকর্তাদের রিপোর্ট করলেন। এর পর বিশ্ব-কাঁপানো ছিন রাজবংশের সৈনিক ও ঘোড়ার মূর্তির খখন করা হয়। বর্তমানে এ সব মূর্তির মধ্যে ৫০০টি হলো সৈনিকের মূর্তি, ১৮টি হলো কাঠের গাড়ী এবং ১০০টি হলো ঘোড়ার মূর্তি। এ সব সৈনিকের শরীর গঠন বিরাট, তাদের গড়পড়তা ১ দশমিক ৮ মিটারের কাছাকাছি। তাদের শরীরের গঠন অত্যন্ত শক্ত, তাদের ভঙ্গী নানা ধরণের। এতে ছিং রাজবংশ আমলের ভাষ্কর্যের প্রকৌশল মান প্রতিফলিত হয়েছে। এসব সৈনিক ও ঘোড়ার রঙ অধিকাংশ ধুসর, কিন্তু তাদের মধ্যে কিছু কিছুটা শরীরের রঙও স্পষ্টভাবে দেখা যায়। আমাদের অনেক কৌতূহল জেগেছে।

    ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট যাদুঘরের গবেষক চৌ থিয়ে আমাদেরকে বলেছেন যে,

    "ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট শরীরের রঙ খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে: ২০০০ বছর আগে কবর দেয়ার পর, ( দীর্ঘকালীন প্রাকৃতিক দুর্যোগে) সৈনিক ও ঘোড়ার টেরাকোট শরীরের রঙ হালকা হয়েছে।"

    এই ঝামেলা সমস্যা নিয়ে ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট যাদুঘরের কর্মকর্তারা একটি বৈজ্ঞানিক গ্রুপ গঠন করেছে। তারা অনেক পরীক্ষা করেছে। রঙ লাগিয়ে টেরাকোটা রক্ষার উপায় প্রাথমিকভাবে রপ্ত করেছে। তাছাড়া, বৈজ্ঞানিক গ্রুপ আরো বৈদেশিক সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সংস্থা ও বিশেষজ্ঞের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করেছে।

    জানা গেছে, স্বতন্ত্র গবেষণার ভিত্তিতে চীনের পুরাকীর্তি রক্ষা বিভাগের বিশেষজ্ঞ জার্মানির বিশেষজ্ঞের সঙ্গে সহযোগিতা করেছেন। দু'পক্ষ কয়েক ডজন রক্ষার উপায় ব্যবহার করেছে এবং অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। চৌ থিয়েশেং বলেছেন:

    " কয়েক দশকের সহযোগিতার মধ্যে চীন-জার্মানি দু'পক্ষ পারস্পরিকভাবে কর্মকর্তাদের পাঠিয়েছেন। গবেষণার সময় চীন পক্ষ পরীক্ষার চিন্তাধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । জার্মানি পক্ষ কর্মকর্তা, খরচ ও বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে চীনকে অনেক সাহায্য দিয়েছে। দু'পক্ষের মিলিত প্রচেষ্টায় রঙ লাগিয়ে রক্ষা করার প্রকল্পটি সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।"

    আরো জানা গেছে, চীনের পুরাকীর্তি ব্যুরোর বিশেষজ্ঞ গ্রুপ প্রমাণ করেছে যে , এই বৈজ্ঞানিক সাফল্য পুরাকীর্তি রক্ষার ক্ষেত্রে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমানে ছিন শিহুয়াং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা দেখতে অনেক ভাল। শরীরের রঙও দেখতে অনেক সুন্দর লাগে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন যে, এই বৈজ্ঞানিক সাফল্য ২০০০ বছর আগে ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট রক্ষা করার জন্যে বেশী ভূমিকা পালন করতে পারে । তাই সঙ্গে আরোঐতিহাসিক সমস্যা গবেষণার জন্যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব আয়ত্ত করতে পারে। তবে ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট যাদুঘরের ভাইসপ্রধান লেই ইয়ুফিং বলেছেন:

    "ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট রঙ লাগিয়ে রক্ষা করা আমাদের চুড়ান্ত লক্ষ্য নয়, যা শুধু একটি উপায়। উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণা ও অগ্রণী কার্যক্রম দেখার জন্যে দেশী-বিদেশী দর্শকরা পরিদর্শন করতে পারে। বিশ্বে চীন এ মাত্র ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে ।"

    পরিসংখ্যান থেকে জানা গেছে, ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট যাদুঘর শুরু হওয়ার পর, দেশী-বিদেশী মোট ৫.৫ কোটিরও বেশী দর্শক এখানে এসে পরিদর্শন করেছেন । এর মধ্যে প্রায় ৫৫ লাখেরও বেশী ছিল বিদেশী দর্শক । তাছাড়া,আরো ১৪০টিরও বেশি দেশের শীর্ষ অথবা সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। চীন সরকার ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট রক্ষার জন্যে যে প্রচেষ্টা চালিয়েছে , তাঁরা তার প্রশংসা করেছেন। ছিন শিহুয়ং সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোট হলো মানব জাতির মহান বিস্ময়। পুরাকীর্তি সংরক্ষণ ও ছিন শিহুয়াং সমাধিস্থল আরও সুন্দরভাবে রক্ষা করার জন্যে সম্প্রতি চীন সরকার ছিন শিহুয়াং এর প্রধান সমাধি খনন করার পরিকল্পনা নিয়েছে ।