** বাংলাদেশের কুমিল্লা জেলার এলাহাবাদ গ্রামের মোঃ সাইফুল ইসলাম লিখেছেন, আমি দীর্ঘ দিন ধরে রেডিও অনুষ্ঠান শুনে আসছি। আপনাদের দেশ থেকে এত সুন্দর অনুষ্ঠান প্রচারিত হয় তা আমি জানতাম না। কনফিডেন্ট ক্লাবের সভাপতির মাধ্যমে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি। আমি বর্তমানে নিয়মিতভাবে অনুষ্ঠান শুনছি। যত শুনি ততই ভাল লাগে।
আমি জানি, অসংখ্য বাঙালি বন্ধুরা হয়তো কখনো আমাদের অনুষ্ঠান শুনেন নি। কারণ তারা জানেন না , সুদূর চীনে বাংলা ভাষায় রেডিও অনুষ্ঠান আছে। তাই আমি এই সুযোগে অনুরোধ করি, যারা আমাদের অনুষ্ঠান শুনেন এবং ভালো মনে করেন, আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের জানাবেন। আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে রহস্যময় চীন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।
**ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার সমুদ্রগড়ের হাটসিমলা গ্রামের শর্ট ওয়েভ ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বসাক লিখেছেন, সি আর আই এর বাংলা পত্রিকা "আমি তুমি সে" তে মাত্র কয়েক জন শ্রোতা বন্ধুর চিঠি ও মতামত ছাপানো হয়। সে চিঠি ও মতামত আমার বেশ ভালোই লাগে। তবে খারাপ লাগে কয়েক জন শ্রোতার চিঠি প্রতি সংখ্যায় ছাপানো হয় বলে , তবে আরো খারাপ লাগে যখন একই সংখ্যায় একই শ্রোতার একাধিক চিঠি ছাপানো হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি , একই শ্রোতার চিঠি বার বার আমি তুমি সে পত্রিকায় না ছাপিয়ে অন্যান্য শ্রোতাদের চিঠি ছাপাবেন । সে ক্ষেত্রে আরো বেশি তথ্য জানতে পারবো শ্রোতাদের চিঠি থেকে। হয়তো আমার চিঠি কোনোদিন "আমি তুমি সে"' পত্রিকায় ছাপানো হবে না। তবুও অধীর আগ্রহ নিয়ে বসে রইলাম। কে জানে কবে আমার চিঠি ছাপাবেন।
বন্ধু প্রদীপ কুমার বসাক , কেন নয়? ভবিষ্যতে কোনো একদিন আপনার চিঠি নিশ্চয় "আমি তুমি সে" পত্রিকায় ছাপানো হবে । তবে আপনার প্রস্তাব বা অভিযোগ আমার মনে ছাপানো হয়ে গেছে। ভবিষ্যতে আমি তুমি সে ছাপানোর আগে আমরা আরো যত্নের সঙ্গে শ্রোতাদের লেখা বাছাই করবো। যাতে আপনার দেয়া উদাহরণের মতো কাজ আর না হয়।
** বাংলাদেশের খুলনা জেলার নাছিরপুরের দি সোনার বাংলা রেডিও ফ্যান ক্লাবের সভাপতি মোঃ আব্দুল বাতেন তাঁর চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, ২০০৪ সালে ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠিত শ্রোতা সম্মেলনে শ্রেষ্ঠ শ্রোতা সংগঠক হিসাবে আমাকে যে kk-c৫৬০ মডেলের রেডিওটি প্রদান করা হয়েছিল তার আই সি মেমোরিটা নস্ট হয়ে গেছে। সারা খুলনা শহরের বড় বড় দোকানগুলোতে খোঁজাখুজি করেও ওটা পাই নি। আমার খুবই কষ্ট লাগছে, আমার অত্যন্ত প্রিয় সখের রেডিওটি মেরামত করাতে পারছি না। তাই Icটি তাড়াতাড়ি আমার ঠিকানায় পাঠানোর জন্য আপনার নিকট অত্যন্ত জোর অনুরোধ রইলো। সত্যি ওটা পাঠালে আমি কত যে উপকৃত আর আনন্দিত হবো, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনার চিঠি প্রাপ্তির অপেক্ষায় রইলাম।
বন্ধু মোঃ আব্দুল বাতেনের রেডিও সেট নষ্ট হওয়ার খবর জেনে আমি দুঃখিত । তবে আপাতত আমাদের হাতে এই ধরনের রেডিও এর IC ও নেই। খুব দুঃখিত। আমি যে বাস্তব প্রস্তাব দিতে পারি, তা হচ্ছে আপনি নিয়মিত আমাদের পরবর্তী কালের প্রতিযোগিতায় অংশ নেন, যদি প্রথম পুরস্কার পান, তাহলে আপনাকে আরেকটি নতুন রেডিও সেট পাঠাবো । কেমন?
** চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সবুজ বেতার শ্রোতা সংঘের মোঃ সকাল আহমেদ শাহীন লিখেছেন, আমার খুব ইচ্ছা "চীনা ভাষা শেখার"। কিন্তু "এসো চীনা শিখি" অনুষ্ঠানে চীনা শব্দ আমার কাছে কঠিন মনে হয়। তার মানে শুনতে খুব অসুবিধা হয়। চীনা শব্দের উচ্চারণ বুঝতে কষ্ট হয়। তাই আমার বিনীত অনুরোধ আমার কাছে একটি চীনা ভাষা শিক্ষার বই পাঠিয়ে দিবেন।
বন্ধু মোঃ সকাল আহমেদ শাহীনের সম্মুখীন সমস্যা আমি এসো চীনা শিখি আসরের দায়িত্বশীল ব্যক্তি শুয়ে ফেই ফেইকে জানাবো।
** চট্টগ্রাম জেলার ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসেনার্স ক্লাবের দিদারুল ইকবাল "এবং একটি শ্রেষ্ঠ সংগঠন" নামে প্রবন্ধ লিখে পাঠিয়েছেন। সময়ের অভাবে আমি এই প্রবন্ধের সারাংশ পড়ে শুনাচ্ছি।
তিনি লিখেছেন, ২০০৫ সালের ২৩ ডিসেম্বর শুক্রবার একটি ঐতিহাসিক দিন। একটি অকল্পনীয় স্বপ্ন বাস্তবায়নের দিন। ঐ দিন বিকেলে বাংলাদেশস্থ চীনা দূতাবাসে নিযুক্ত সাংস্কৃতিক কাউন্সিলার মিঃ লিউ সান চেন সি আর আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত শ্রোতা ক্লাব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের "ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব বাংলাদেশ"কে ২০০৪ সালের চমত্কার সাংগঠনিক কার্যক্রমের জন্য চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের "শ্রেষ্ঠ শ্রোতা সংঘ" নির্বাচিত হওয়ায় পুরস্কারসহ প্রশংসা পত্র প্রদান করেন। শ্রেষ্ঠ শ্রোতা সংঘের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ডিজিটাল ক্যামেরা। সি আর আই এর এই স্বীকৃতি দেওয়া পুরস্কার আমাদের ক্লাবের জন্য একটি শ্রেষ্ঠ অর্জন , তাই এই দিনটি আমাদের জন্যেও একটি ঐতিহাসিক দিন ।
|