ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২১ আগস্ট উত্তর ইসরাইল পরিদর্শনের সময় বলেছেন , সন্ত্রাসী সংস্থাকে দেয়া সিরিয়ার সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল সিরিয়ার সঙ্গে কোন বৈঠক করবে না ।
ওলমার্ট বলেছেন , সিরিয়া সন্ত্রাসকে সমর্থন আর লেবাননের হিজবুল্লার সশস্ত্র শক্তিকে রকেট সরবরাহ বন্ধ করলেই কেবল ইসরাইল সিরিয়ার সঙ্গে বৈঠক করতে রাজী হবে ।
একই দিন সকালে ইসরাইলের গণ-নিরাপত্তা আভি ডিচার বলেছেন , দু'দেশের মধ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি ফেরত্ দেয়ার পক্ষপাতী ।
|