আগামী বছর চীন পরিবেশ ও দুর্যোগের তত্ত্বাবধান ও জরীপ বিষয়ক ৩টি উপগ্রহ উত্ক্ষেপণ করবে । যাতে চীনসহ আশেপাশের দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগের তত্ত্বাবধান ও জরীপ বিষয়ক পূর্বাভাসের সামর্থ্য বাড়ানো যায় ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের দুর্যোগের প্রতিরোধ ও ত্রাণ বিভাগের মহাপরিচালক ওয়াং চেং ইয়াও ২১ আগস্ট পেইচিংয়ে এ কথা বলেছেন ।
এই ৩টি উপগ্রহ উত্ক্ষেপণের পর খুব দ্রুততার সঙ্গে সঠিকভাবে দুর্যোগ ও পরিবেশ বিষয়ক তথ্য পাওয়া যাবে । বন্যা , খরা , টাইফুন , কীটপতঙ্গ , ভূমিকম্প , পাহাড় ধ্বসে পড়া , অরণ্য ও তৃণভূমিতে অগ্নিকান্ড ইত্যাদি দুর্যোগের তত্ত্বাবধান ও জরীপ বিষয়ক পূর্বাভাস যথাসময় প্রচার করা যাবে ।
পৃথিবীতে চীন প্রাকৃতিক দুর্যোগ বহুল একটি দেশ । পরিসংখ্যান অনুযায়ী , চীনে প্রতি বছর ২০ কোটি লোক নানাবিধ দুর্যোগের শিকার হয়ে থাকে ।
|