চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় ২১ আগস্ট ঘোষণা করেছে, চীন আর কাজাখস্তান এই মাসের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত কাজাখস্তানের আলমা-আটা এবং চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ই নিং শহর যৌথভাবে "থিয়েন শান ১ নং" নামক সন্ত্রাস বিরোধী মহড়ার আয়োজন করবে।
জানা গেছে, শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে চীন ও কাজাখস্তানের নিরাপত্তা বিভাগ এই প্রথমবার যুক্তভাবে সন্ত্রাস বিরোধী মহড়ার আয়োজন করে।
চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জুন মাসে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং চীন ও কাজাখস্তানের নিরাপত্তা বিভাগের সহযোগিতার মান বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে। এবারকার মহড়ার উদ্দেশ্য হচ্ছে সফলভাবে তা কার্যকর করা। এ থেকে প্রমাণিত হয়েছে যে, দু'দেশের যৌথ সন্ত্রাস বিরোধী কর্মকান্ড বাস্তব রূপ লাভ করছে।
|