চীনের গণ কল্যাণ দফতর এবং আন্তর্জাতিক বেসামরিক প্রতিরক্ষা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত "দুর্যোগ মোকাবিলার জরুরী পরিচালনা প্রশিক্ষণ কোর্স" ২১ আগস্ট পেইচিংয়ে শুরু হয়েছে।
চীনের জাতীয় দুর্যোগ হ্রাস কমিটির উপ-পরিচালক , গণ কল্যাণ দফতরের উপ-মন্ত্রী লি লি কুও উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন দুর্যোগ প্রতিরোধ, উদ্ধার এবং পুনর্বাসনসহ প্রভৃতি ক্ষেত্রে চীনের সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। তিনি আশা করেন, চীনের অভিজ্ঞতা নিয়ে এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা উপকৃত হবে এবং বিভিন্ন দেশের দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলার জরুরী পরিচালনার ক্ষেত্রেকাজে লাগবে। এর পাশাপাশি চীনও অন্য দেশের সমৃদ্ধ অভিজ্ঞতাগুলো শিখবে।
জানা গেছে, চীন সরকার এই প্রথমবার আন্তর্জাতিক বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যৌথভাবে এই ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আন্তর্জাতিক বেসামরিক প্রতিরক্ষা সংস্থার ১৯টি সদস্য দেশের ২২ জন প্রতিনিধি ছয় দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন।
|