২১ আগস্ট কায়রো থেকে ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল কালিউবিয়া প্রদেশে দুইটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮০ জন নিহত আর ১৩১ জন আহত হয়েছে । ২০০২ সাল থেকে এটাই হচ্ছে মিসরে সংঘটিত সবচেয়ে মারাত্মক যাত্রীবাহী রেলগাড়ি দুর্ঘটনা ।
একই দিন সকাল সোওয়া সাতটায় কায়রোগামী একটি রেলগাড়ি কালয়ুর জেলায় চলাচল নিয়ন্ত্রণ সংকেত উপেক্ষা করে অপেক্ষামান আরেকটি রেলগাড়িকে ধাক্কা দেয় । ফলে একটি রেলগাড়ি লাইনচ্যুত হয় এবং আগুণ লেগে যায় । পুলিশ মনে করে যে , এবারের দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রেলগাড়ি চলাচল নিয়ন্ত্রণ সংকেত মেনে চলার ক্ষেত্রে চালকের উদাসীনতা । বর্তমানে আহতদের উদ্ধার আর চিকিত্সার জন্য ২৫টি এম্বুল্যান্স ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ।
|