চলতি বছরের প্রথমার্ধে পেইচিংয়ের শক্তিসম্পদ আর পানির ব্যয় বিপুল মাত্রায় হ্রাস পেয়েছে। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় পৃথক পৃথকভাবে তা শতকরা ৭ এবং ১২ ভাগ কমেছে।
পেইচিংয়ের উন্নয়ন ও সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং এক দিকে অর্থনৈতিক বৃদ্ধির পদ্ধতিগত পরিবর্তনের গতি দ্রুত করেছে এবং শিল্পের কাঠামোর সুবিন্যস্তকরণ ত্বরান্বিত করেছে। অন্য দিকে, পেইচিং শক্তিসম্পদ প্রয়োগের হারকে উন্নত করেছে এবং প্রত্যেক ইউনিটের জি ডি পি'র শক্তিসম্পদ ব্যয়ের পরিমাণ প্রতি বছরেই কমানোর চেষ্টা করেছে।
|