v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-21 18:19:15    
পরবর্তী অনুষ্ঠানমালা--- ২০০৬/৮/২০

cri

    আপনারা হয়তো জানেন, বিশ্বের অষ্টম বিস্ময় বলে পরিচিত চীনের ইতিহাসে প্রথম সম্রাট ছিং শি হুয়াংয়ের কবর আছে। এই কবরের ভিতরে চীনামাটি দিয়ে তৈরি বহু সৈনিকের মূর্তি রয়েছে। ছিং শি হুয়াংয়ের কবরের সৈনিক মূর্তি একাধিক বার বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। তবে হাজার বছর ধরে মাটির নিচে থাকা চীনামাটির মূর্তিগুলো বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে রং হারিয়ে যায়। এগুলোর সংরক্ষণের জন্য চীনের পুরাকীর্তি সংরক্ষণ কর্মকর্তারা ব্যাপক পরিমাণ গবেষণা কাজ করেছেন। আগামী ২১ আগস্ট সোমবার বিজ্ঞান ও জীবন আসরে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

    চীনে মোট ৫৬টি জাতি আছে, প্রতিটি জাতির আছে নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যিক সংস্কৃতি। সম্প্রতি সি আর আইয়ের সংবাদদাতা মধ্য চীনের হু পেই প্রদেশের ছাং ইয়াং থু চিয়া জাতির স্বায়ত্তশাসিত জেলায় গিয়েছিলেন। সেখানে তারা থু চিয়া জাতির সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং স্থানীয় সরকারের ঐতিহ্যিক সংস্কৃতি রক্ষার ব্যবস্থা সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন। ২২ আগস্ট মঙ্গলবারে সংস্কৃতির সন্ধানে ম্যাডাম ফোং সিউ ছিয়েন এই সম্বন্ধে শ্রোতাদের কিছু বলবেন।

 মডেল বললে আমাদের চোখের সামনে সুন্দরী মেয়েদের দৃষ্টি ভেসে আসে। কিন্তু চীনের মডেলরা কিভাবে জীবন কাটান? আমার মনে হয়, প্রচুর শ্রোতাবন্ধু তাঁদের অভিজ্ঞতা শুনতে আগ্রহী। এখন মডেলিং চীনের অগণিত সুদর্শন ছেলে ও সুন্দরী মেয়ের কাছে সবচেয়ে প্রত্যাশিত একটি পেশায় পরিণত হয়েছে। তাহলে আপনারা ২৩ আগস্ট বুধবার চীনের জীবন আসরটি শুনতে ভুলবেন না। মি. শি চিং উ তত্পর চীনের মডেলরা নামে এক প্রতিবেদন পড়ে শুনাবেন।

 সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত শক্তিসম্পদ সাশ্রয় এবং পরিবেশ সংরক্ষণ প্রদর্শনীতে শক্তিসাশ্রয় প্রযুক্তি ও দ্রব্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। শক্তিসম্পদ সাশ্রয়ের কতগুলো ব্যবহারিক, পরিপক্ক এবং খুবই কার্যকর প্রযুক্তি ও পণ্যদ্রব্য ভোক্তাদের মধ্যে সমাদৃত হয়েছে। আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার আমাদের অর্থনীতি আসরে মি. লি ইউয়েন শান এই প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন। ১৭০টি কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। তাতে শক্তিসম্পদ সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ ও পানি সাশ্রয়ের অনেক নতুন প্রযুক্তি আর নতুন দ্রব্য দেখানো হয়েছে। এই অনুষ্ঠানটি শুনলে আপনারা কিছু নতুন ধারণা পাবেন।

 ২৫ আগস্ট শুক্রবার গ্রামের কথা আসরে মিঃ থান ইয়াও খান চীনের গ্রামাঞ্চলের উন্নয়নে তথ্যায়নের ভূমিকা নামে প্রতিবেদন শুনাবেন। গত কয়েক বছরে চীনে তথ্যায়নের প্রক্রিয়া নিরন্তরভাবে অগ্রসর হচ্ছে। এটা গ্রামাঞ্চলের উন্নয়নও ত্বরান্বিত করছে। সম্প্রতি সংবাদদাতা পেইচিংয়ের আশেপাশের গ্রামাঞ্চলে সাক্ষাত্কার নিতে গিয়েছেন। গ্রামাঞ্চলে নতুন প্রযুক্তি ও পণ্যদ্রব্য কাজে লাগানোর জন্য বহু শিল্প প্রতিষ্ঠান প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বিশেষ করে, কৃষক বন্ধুদের এই আসরটি মনোযোগ সহকারে শুনার আমন্ত্রণ জানাচ্ছি।

 উত্তর -পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের একটি বহুজাতি অধ্যুষিত অঞ্চল। এই সব জাতির লোকেরা সাধারণতঃ নাচ গান পরিবেশনে পারদর্শী। এদের মধ্যে উজবেক জাতির বেশ কিছু উত্কৃষ্ট গায়ক-গায়িকা রয়েছেন। ২৬ আগস্ট শনিবারে ওরা অনন্য আসরে উজবেক জাতির গায়ক-সিয়ামিলি সিয়াকির সম্পর্কে আপনাদের শুনাবেন।

 সময় মত আপনাদের পছন্দণীয় অনুষ্ঠানগুলো শুনার জন্য আগে থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।