গত ৪৫ দিনে ছিংহাই-তিব্বত রেলপথে যাত্রীবাহী ও মাল পরিবহনের কাজ পুরোদমে চলেছে
১৪ আগষ্ট চীনের রেলমন্ত্রণালয় সূত্রে জানা গেছে , বিগত ৪৫ দিনে ছিংহাই-তিব্বত রেলপথের যাত্রীবাহী ও মাল পরিবহনের কাজ ভালই চলেছে । ছিংহাই প্রদেশ ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেরেলপথটি গুরুত্বপূর্ণভূমিকা পালন করেছ ।
এ পর্যন্ত লাসা থেকে পেইচিং , ছেনতু আর সিনিন অভিমুখী যাত্রীবাহি রেলগাড়ি মোট দু লাখ যাত্রীকে নিয়ে লাসায় আসা-যাওয়া করেছে এবং খাদ্য , দৈনিক ব্যবহার্য জিনিসপত্র , কয়লা প্রভৃতি ২৪ হাজার ৩০০ টন মালপত্র তিব্বতে পাঠিয়েছে ।
জানা গেছে , ২০১০ সাল নাগাদ লাসায় আসা যাওয়া ৭৫ শতাংশ মালপত্র রেলপথের মাধ্যমে পাঠানো হবে । পরিবহনের খরচ সড়কপথের চেয়ে চার ভাগের তিন ভাগ কম হবে ।
২০১০ সাল সাংহাই বিশ্বমেলায় অংশ নেয়া দেশ ও আন্তর্জাতিক সংস্থার সংখ্যা ৬৩টিতে পৌঁছেছে
সাংহাই বিশ্বমেলা সম্পর্কিত বিভাগ সূত্রে জানা গেছে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করা--পালাউ সরকারের আনুষ্ঠানিকভাবে ২০১০ সালে সাংহাই বিশ্বমেলায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাংহাই বিশ্বমেলায় অংশ গ্রহণকারী দেশ ও আন্তর্জাতিক সংস্থার সংখ্যা ৬৩টিতে দাঁড়িয়েছে।
জানা গেছে, ২০১০ সালে সাংহাই বিশ্বেমেলার লক্ষ্য হচ্ছে ২শ' টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার বিশ্বমেলায় অংশ গ্রহণ নিশ্চিত করা। বিশ্বমেলার তালিকাভূক্তির কাজ ২০০৯ সালের জুন মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে।
বিশ্ব যুব দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতায় চীনা দল
১৯ আগস্ট পেইচিংয়ে ১১তম বিশ্ব যুব দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতায় ন'টি বিভাগের ফাইনালে চীন দল ২টি স্বর্ণপদক , ১টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক পেয়েছে । এ পর্যন্ত চীন দল যে সব পদক জয় করেছে , সেগুলো গত প্রতিযোগিতাকে ছাড়িয়ে গেছে ।
এ পর্যন্ত চীন দল মোট ৫টি স্বর্ণপদক , ৩টি রৌপ্যপদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছে । পদকের দিক থেকে চীন দলের স্থান দ্বিতীয় । কেনিয়া দল ৫টি স্বর্ণপদক , ৫টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক পদক পেয়ে পদকের দিক থেকে এখনো এগিয়ে আছে ।
চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ আলোচনা সভা সমাপ্ত হয়েছে
চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ আলোচনা সভা ১৭ আগস্টসাফল্যের সঙ্গে ইসলামাবাদে শেষ হয়েছে । এবারের সভায় দুপক্ষ দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা র বিষয়ে মত বিনিময় করেছে ।
দুদিনব্যাপী আলোচনা সভায় চীনা গণ মুক্তি ফৌজের সহকারী চীফ অব দি জেনারেল স্টাফ চাং ছিন পাকিস্তানের চীফ অব দি স্টাফ পরিষদের চেয়ারম্যান এহসান উল হকের সঙ্গে দু'বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছেন। ২০০২ সালের মার্চ মাসে পাকিস্তানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্তপ্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীআলোচনা সভা ২০০৭ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
যুক্তরাষ্ট্র: বিমানে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র ব্যর্থ করায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
১৪ আগষ্ট মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টোনি স্নৌ বলেছেন, ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র পযন্ত বহু বিমানে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র ব্যর্থ করায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট মুশাররাফ সন্ত্রাসী দমনে প্রবল বিপদের সম্মুখীন ছিলেন। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দমনের সবগুলো ক্ষেত্রের অগ্রগতিকে স্বাগত জানায়।
১১ আগষ্ট পাকিস্তানের পররাষ্ট্রামন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ন তথ্য সরবরাহ করায় এ সন্ত্রাসী হামলা ব্যর্থ এবং ল্যান্ডনে সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাকিস্তান ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সহযোগিতায় এবারের অভিযান সফল হয়েছে।
পাকিস্তান কারাচিস্থ যুক্তরাষ্ট্রের কনসুলেটের ওপর হামলাকারী ছয় সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেছে
১৯ আগস্ট পাকিস্তানের সংবাদমাধ্যম বলেছে, কারাচিস্থ মার্কিন কনসুলেটের ওপর হামলাকারী ছয় জন সন্দেহজনক ব্যক্তিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগ্রেফতার করেছে ।
এ কর্মকর্তা বলেছেন, ছয় জন সন্দেহজনক ব্যক্তি সবই অবৈধ সশস্ত্র সংস্থা "মোহাম্মেদ বাহিনীর" সদস্য । তদন্ত থেকে জানা গেছে, এ সংস্থা হিংসাত্মক হামলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
২০০২ সালে "মোহাম্মেদ বাহিনী"কে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছে । পাকিস্তান পুলিশ মনে করে, এ সংস্থা ২০০৩ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট মুশররাফের গুপ্তহত্যার তত্পরতার সঙ্গে জড়িত।
চীন ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় টেলিফোনে কথাবার্তা বলেছেন
১৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী মানগালা সামারাওইরার সংগে টেলিফোনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কে মত বিনিময় করেছেন ।
উল্লেখ্য যে, শ্রীলংকা সরকার বরাবরই চীনের সংগে বন্ধুভাবাপন্ন নীতিতে বিশ্বাসী । দীর্ঘদিন ধরে শ্রীলংকা তাইওয়ান , তিব্বত ও মানবাধিকার সমস্যায় চীনের প্রতি সমর্থন দিয়ে এসেছে ।এছাড়াও বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু দেশের অভিন্ন উপলব্ধি রয়েছে ।
ভারত স্বাধীনতা দিবস পালিত
১৫ আগস্ট ভারতের ৫৯তম স্বাধীনতা দিবস । এ উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লীতে সর্তকতার মধ্যে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
১৯ আগস্ট লেবাননের রাজনৈতিক নেতারা সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্ করার সময় তাঁরা একই দিন ভোরবেলায় লেবাননের পূর্বাঞ্চলের ওপর ইস্রাইলের আকস্মীক হামলার নিন্দা করেছেন। তাঁরা বলেছেন, ইস্রাইল প্রকাশ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নং সিদ্ধান্ত লঙ্ঘন করেছে।
জাতিসংগের মহাসচিক কোফি আনান ১৯ আগস্ট বলেছেন, ইস্রাইল নিরাপত্তা পরিষদের ১৭০১ নং সিদ্ধান্ত লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালানোর প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে কড়াকড়িভাবে অস্ত্রের নিষেধাজ্ঞা অনুসরণের দাবি জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে সর্বাধিক সংযম বজায় রাখা, উত্তেজনাকর আচরণ এড়ানো এবং সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে দায়িত্ব পালন করার আহ্বানও জানিয়েছেন।
১৯ আগস্ট ইরানের স্থলবাহিনীর কম্যান্ডার মোহাম্মদ হাসান দাদ্রাস বলেছেন, ইরানের স্থলবাহিনী বাস্তব অবস্থা অনুযায়ী নিজের প্রতিরক্ষা সামর্থ্য উন্নত করবে । যাতে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী আচরণকে কার্যকরভাবে মোকাবিলা করা যায় ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, ইরান ২০ আগস্ট একটি "সায়েঘেহ" নামক স্থল থেকে স্থলে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১৯ আগস্ট থেকে ইরানের স্থল বাহিনী, নৌবাহিনী , বিমান বাহিনীর ব্যাপক সামরিক মহড়া চলছে। এটি হচ্ছে চলতি বছরের দ্বিতীয় মহড়া। এই মহড়া পাঁচ সপ্তাহব্যাপী চলবে। তার লক্ষ্য হচ্ছে বিভিন্ন নতুন কৌশল এবং কিছু নতুন সশস্ত্র সরজ্ঞাম পরীক্ষা করা।
জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ১৫ আগস্ট ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন । তার বিরুদ্ধে দক্ষিণ কোরীয় সরকার ও জাপানের বিভিন্ন মহল তীব্র প্রতিক্রয়া ব্যক্ত করেছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৫ আগস্ট এক বিবৃতিতে ইয়াসুকুনি সমাধিতে জাপানী প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির আবারো শ্রদ্ধা নিবেদন করার জন্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে , প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি আন্তর্জাতিক সম্প্রদায় , এশিয়ার প্রতিবেশী দেশগুলো ও জাপানী জনগণের উদ্বেগ ও বিরোধিতা অগ্রাহ্য করে একগুয়েভাবে ইয়াসুকুনি সমাধিতে যে শ্রদ্ধা নিবেদন করেছেন , তা আন্তর্জাতিক ন্যায় বিচারের চ্যালেঞ্জ শামিল এবং তা মানব জাতির বিবেককে পদদলিত করছে । বিবৃতিতে বলা হয় , প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি যে অনবরত ঐতিহাসিক সমস্যায় চীনা জনগণের অনুভূতির ওপর আঘাত হেনে চলেছে , তা যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারিয়েছে , তেমনি জাপানী জনগণের আস্থাও হারাবে এবং জাপানের ভাবমুর্তি ও স্বার্থ ক্ষুণ্ণ করবে ।
জাপান প্রবাসী কোরীয় ইউনিয়ন ও জাপান-চীন মৈত্রী সমিতি সহ জাপানের বিভিন্ন বেসরকারী সংগঠনও ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো কোইজুমির শ্রদ্ধা নিবেদনের তীব্র নিন্দা করেছে ।
|