অলিম্পিক গেমসের অনুষ্ঠান করার তাত্পয শুধু যে বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নেয়া তাই নয়, আরো গভীর তাত্পয হল ক্রীড়া প্রচার করা এবং আরো বেশি লোকের অলিম্পিক গেমসে অংশ নিতে পারা, স্বাস্থ্য ও আনন্দ উপভোগ করা। চতুর্থ পেইচিং অলিম্পিক সংস্কৃতি উত্সবের গুরুত্বপূর্ন লক্ষ্য হল সকল জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করা।
পেইচিং শহরের বৈদেশিক মৈত্রী সমিতিসহ বিভিন্ন সংস্থা সম্প্রতি পেইচিংয়ের জুইয়োংকুয়ান মহাপ্রাচীরে 'অলিম্পিক চীন, ভোর ব্যায়াম পেইচিং---পেইচিং দেশী-বিদেশী ক্রীড়া ও সংস্কৃতি প্রীতি-সম্মিলনী' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। চতুর্থ পেইচিং অলিম্পিক সংস্কৃতি উত্সবের একটি গুরুত্বপূর্ণ প্রচারনা হিসেবে এবার পেইচিংয়ের প্রচুর নাগরিক প্রতিনিধি, বিদেশী রাষ্ট্রদূত ও বিভিন্ন মহলের বিদেশী বন্ধুরা অংশ নিয়েছেন।
সেদিন জাপানী টাই ছি ছুয়ান অর্থাত্ ছায়াবোক্সিং বন্ধুত্বপূর্ন সমিতির এক দল সদস্য এ প্রীতি-সম্মীলনীতে অংশ নেন। যদিও তাঁরা ও চীনা নাগরিকরা ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে থাকেন, তবুও তাঁরা এ প্রাচীন খেলা ভালবাসেন।
২৭ বছর বয়সী মিস তায়েরি হিতাই হন টোকিওয়ের এক কম্পানির সদস্য। তাঁর বয়স কম, কিন্তু তিনি তিন বছর টাই ছি ছুয়ান অনুশীলন করেছেন। তিনি চীনাভাষা লেখা উপন্যাস পড়েছেন। তই উপন্যাস পড়ে তিনি প্রথমে টাই ছি ছুয়ান সম্পর্কে জানেন।
এবার তিনি পেইচিংয়ে এসে দেখেছেন, বহু নতুন স্থাপত্য নির্মাণ করা হচ্ছে। তিনি খুবই আনন্দিত হয়েছেন যে, পেইচিংয় অলিম্পিক গেমস অনুষ্ঠানের পরিবেশ দেখা যায়। ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমস সম্বন্ধে তিনি বলেছেন, জাপানী বন্ধুদেরও বেশি আশা রয়েছে, জাপানী নাগরিকদের পেইচিং অলিম্পিক গেমস নিয়ে বহু আশা রয়েছে, কারণ চীন হয় জাপানের প্রতিবেশী, চীন আর জাপানর মধ্যে শুধু এক ঘন্টা ব্যবধন আছে। সেজন্যে আমরা প্রতিদিন প্রতিযোগিতা দেখতে পারবো।
টায়েরি হিতাইয়ের মতো বহু বিদেশী যারা চীনা সংস্কৃতি ভালবাসেন, তারা এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চীনের ক্রীড়া ব্যুরোর সমাজ ক্রীড়া পরিচালনা কেন্দ্রের পরিচালক লি চিয়ে বলেছেন, এবারের অনুষ্ঠানে বৈশিষ্ট্য ছিল আগের চেয়ে ভিন্ন, বিদেশী বন্ধুরা অংশ নিয়েছেন। আমরা শুধু যে চীনা নাগরিকদের জন্য এ অনুস্থান আয়োজন করছি তা নয়, চীনে বিদেশী দূতাবসের কর্মকর্তা এবং চীনে কাজ ও ব্যবসারত বিদেশীদের অলিম্পিক গেমসকে স্বাগত জানানো ছিল আমাদের লক্ষ্য। বিদেশীদের ব্যায়ামে যোগ দেয়ার সুযোগ সৃষ্টি করবো। এটা হবে আমাদের অলিম্পিক গেমস বিভিন্ন দেশের জনগণের অংশগ্রহণ।
তিনি বলেছেন, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো ও পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য সকল জনগণ যাতে ব্যায়াম করে সেরকম অবস্থা সৃষ্টির চেষ্টা করছে।
প্রীতি-সম্মীলনীতে একটি পাখা নিয়ে টাই ছি ছুয়ান পরিবেশিত দলের ব্যায়াম ছিল খুবই চিত্তাকর্ষক। এ দলটি হল পেইচিংয়ের ছাওইয়াং ডিস্ট্রিক্ট ফেংলিনলুইচৌ কমিউনিটির বুড়ো-বুড়ি খেলা দল। যদিও তাঁদের বয়স ৬০ বছরেরও বেশী, কিন্তু তাঁদের চমত্কার পরিবেশন সকল দর্শকের বাহবা পেয়েছে। মিঃ ওয়াং এ দলের একজন সদস্য।
তিনি অনেক বছর ধরে ব্যায়াম করে থাকেন। তিনি বহু বিদেশী বন্ধুরা পেইচিংয়ে এসে এবারের প্রীতি-সম্মীলনীতে অংশ নেয়ার তাদের স্বাগত জানান। তিনি আশা করেন, তাঁদের সঙ্গে ব্যায়াম ও স্বাস্থ্যরক্ষার উপায় নিয়ে আলোচনা করবেন। ২০০৮ সাল অলিম্পিক গেমসের গ্রাম তাঁদের কমিউনিটিতে অবস্থিত হবে, সেজন্যে গর্ব করেন। তিনি আশা করেন তাঁর পরিবেশন বিদেশী বন্ধুদের কাছে চীনা নাগরিকের মোনোভাব প্রকাশিত হয়েছে। একজন পেইচিংয়ের নাগরিক হিসেবে তিনি পেইচিং অলিম্পিক গেমসের সম্বন্ধে বলেন, আমি আশা করি ২০০৮ সাল অলিম্পিক গেমস একটি বিশ্বের একনম্বর এবং সর্বশেষ্ঠ গেমস হবে। আমি বিশ্বাস করি আমরা সার্থকভাবে অনুষ্ঠান করবো।
|