ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, ইরান ২০ আগস্ট একটি "সায়েঘেহ" নামক স্থল থেকে স্থলে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জানা গেছে, ইরানের সামরিক বাহিনী রাজধানী তেহরাণের দক্ষিণপূর্বাঞ্চলের ২৫০ কিলোমিটার দূরের কাশান মরুভূমি অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১৯ আগস্ট থেকে ইরানের স্থল বাহিনী, নৌবাহিনী , বিমান বাহিনীর ব্যাপক সামরিক মহড়া চলছে। এটি হচ্ছে চলতি বছরের দ্বিতীয় মহড়া। এই মহড়া পাঁচ সপ্তাহব্যাপী চলবে। তার লক্ষ্য হচ্ছে বিভিন্ন নতুন কৌশল এবং কিছু নতুন সশস্ত্র সরজ্ঞাম পরীক্ষা করা।
|