১৯ আগস্ট পূর্ব মেক্সিকোর মেরিদায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তথ্যায়ন বিষয়ক তত্ত্ব অলিম্পিক প্রতিযোগিতায় চীনের মাধ্যমিক স্কুলের চারজন অংশগ্রহণকারীরা সকল স্বর্ণপদক অর্জন করেছেন। এ পর্যন্ত চীন এই প্রতিযোগিতায় একটানা তিন বছর ধরে সকল শীরোপা অর্জন করে আসছে।
৭৪টি দেশ ও অঞ্চলের ২৯০জন ছাত্রছাত্রী এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চীনের তাইওয়ানের চারজন ছাত্রছাত্রী দু'টি রৌপ্যপদক ও দু'টি ব্রঞ্জপদক অর্জন করেছে। চীনের হংকংয়ের ছাত্রছাত্রী একটি স্বর্ণপদক ও দুটি ব্রঞ্জপদক অর্জন করেছে। চীনের ম্যাকাওয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একজন একটি রৌপ্যপদক অর্জন করেছে।
|