২০ আগস্ট আফগানিস্তানের কর্মকর্তা বলেছেন, একইদিন পশ্চিম ও দক্ষিণ আফগানিস্তানে তালিবান সশস্ত্র ব্যক্তিরা আর সরকারী বাহিনীর মধ্যে দু'টি সংঘর্ষ ঘটেছে । সংঘর্ষের সময় সরকারী বাহিনী ৭৫জন তালিবান সদস্যকে হত্যা করেছে ।
জানা গেছে, ১৯ আগস্ট রাতে তালিবান সশস্ত্র ব্যক্তিরা পশ্চিম আফগানিস্তানের নিমরোজ প্রদেশের একটি পুলিশ পর্যবেক্ষণ দলের ওপর হামলা চালায় , এ সময় ৬ জন পুলিশ আর ৪ জন তালিবান সদস্য নিহত হয়েছে । তা ছাড়া, একইদিন রাতে আফগানিস্তানের সরকারী বাহিনী আর ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী দক্ষিণ আফগানিস্তানের কানদাহার প্রদেশের পাঞ্জওয়াই এলাকায় তালিবান সশস্ত্র ব্যক্তিদের মধ্যে এক লড়াইয়ে মোট৭১ জন তালিবান সদস্য প্রাণ হারিয়েছে এবং সরকারী বাহিনীর ৫ জন সৈন্য নিহত হয়েছে ।
|