১৯ আগস্ট পেইচিংয়ে ১১তম বিশ্ব যুব দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতায় ন'টি বিভাগের ফাইনালে চীন দল ২টি স্বর্ণপদক , ১টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক পেয়েছে । এ পর্যন্ত চীন দল যে সব পদক জয় করেছে , সেগুলো গত প্রতিযোগিতাকে ছাড়িয়ে গেছে ।
২০ আগস্ট সকালে মেয়েদের ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার ফাইনালে চীনের ক্রিড়াবিদ লিউ হোং ৪৫ মিনিট ১২.৮৪ সেকেন্ড সময় নিয়ে চীন দলের জন্য চর্তুথ স্বর্ণপদক জয় করেছেন । তার পর চীনের ১৯ বছর বয়স্ক বো সিয়াং তুং পুরুষদের ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় ৪২ মিনিট ৫০.২৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ।
এ পর্যন্ত চীন দল মোট ৫টি স্বর্ণপদক , ৩টি রৌপ্যপদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছে । পদকের দিক থেকে চীন দলের স্থান দ্বিতীয় । কেনিয়া দল ৫টি স্বর্ণপদক , ৫টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক পদক পেয়ে পদকের দিক থেকে এখনো এগিয়ে আছে ।
|