তাইওয়ান প্রণালীর চতুর্থ আইন তত্ত্ব বিষয়ক ফোরাম দু'দিন চলার পর ১৯ আগস্ট দক্ষিণ-পশ্চিম চীনের ফু চৌ শহরে শেষ হয়েছে । এবারকার ফোরামে অংশগ্রহণকারী দুই তীরের আইন মহলের ব্যক্তিরা একমত হয়েছেন যে , আইন ব্যবস্থার মাধ্যমে দুই তীরের সম্পর্কের স্থিতিশীল , টেকসই ও সুশৃঙ্খল বিকাশ বজায় রাখা হবে ।
ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আদান প্রদান জোরদার করা এবং প্রণালীর দুই তীর আর হংকং ও ম্যাকাওয়ের আইন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারেও মতৈক্যে পৌঁছেছেন । সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে প্রণালীর দুই তীর আর হংকং ও ম্যাকাওয়ের আইনগত সহযোগিতা ত্বরান্বিত করার কার্যক্রমে উদ্যোগী হবেন এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে দুই তীরের স্বদেশীয়দের বৈধ স্বার্থ নিশ্চিত করবেন বলে তারা এই মত প্রকাশ করেছেন ।
চীনের মূলভূভাগ , হংকং , ম্যাকাও ও তাইওয়ানের ২৬০জন আইন বিষয়ক বিশেষজ্ঞ এবারকার ফোরামে অংশ নিয়েছেন ।
|