২০১০ সালে চীনের শাংহাই বিশ্বমেলা প্রকল্পের নির্মাণকাজ ১৯ আগস্ট অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে , শাংহাই বিশ্বমেলার প্রস্তুতি কাজ সার্বিক নির্মাণকাজের পর্যায়ে উন্নীত হয়েছে ।
শাংহাই বিশ্বমেলার এলাকা শাংহাইয়ের কেন্দ্রস্থলের হোয়াং ফু নদীর দুই তীরে অবস্থিত । এই এলাকার আয়তন ৫.২৮ বর্গ কিলোমিটার । জানা গেছে , শাংহাই বিশ্ব-মেলা এলাকায় সর্বপ্রথমে যে নির্মাণকাজ শুরু হয়েছে , তা হচ্ছে রাস্তাঘাটভিত্তিক অবকাঠামো ব্যবস্থা । মেলার প্রধান প্রধান ভবন ও প্রদর্শনী কক্ষের নির্মাণকাজ আগামী বছরের প্রথমার্ধে শুরু হবে । ২০০৯ সালের শেষ নাগাদ তা সম্পন্ন হবে ।
শাংহাই মহানগরীর ডেপুটি মেয়র ইয়াং স্যুন বলেছেন , শহরের নির্মাণকাজের সঙ্গে বিশ্ব মেলা এলাকার নির্মাণকাজের বিষয়টি সংযুক্ত করা উচিত । বিশ্বমেলাএলাকার নির্মাণকাজের মাধ্যমে হোয়াং ফু নদীর দুই তীরের এলাকাগুলো আরো সমৃদ্ধ হবে ।
|