১৮ আগস্ট জাতিসংঘের উপ-মহাসচিব মার্ক মাল্লোখ ব্রাউন ইউরোপীয় দেশগুলোর প্রতি লেবাননে মোতায়েন জাতিসংঘের অস্থায়ী বাহিনীর জন্যে সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেছেন, জাতিসংঘ একটি বহুদেশীয় বাহিনী গঠন করতে ইচ্ছুক। ইসলামিক আর ইউরোপীয় দেশ এর সদস্য হওয়া উচিত । কারণ এ ধরনের বাহিনীকে লেবানন ও ইস্রাইল স্বাভাবিকভাবে গ্রহণ করবে। তিনি বলেছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশসহ ইসলামিক দেশগুল সৈন্য পাঠানোর ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করেছে । এখন ইউরোপের দেশগুলো ও বিষয়টিকে বিবেচনা করবে । তিনি বলেছেন, আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ । কারণ এ সময় জাতিসংঘ নির্ধারিত ১০ দিনের মধ্যে লেবাননে একটি ৩৫০০জন সৈন্য বাহিনী মোতায়েন করার পরিকল্পনার বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত ।
বর্তমানে ,ইটালি, জার্মানী ও ফ্রান্স ইত্যাদি দেশ ইউনিফিলের কাছে সৈন্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু তারা সৈন্য সংখ্যার বিষয়টি উল্লেখ করে নি।
|