চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ১৯ আগস্ট প্রথমবার চীনের উত্পাদন শিল্পের ৫০০টি সেরা শিল্পপ্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। বাওকাং গোষ্ঠী লিমিটেড কোম্পানি আর চীনের প্রথম গাড়ি গোষ্ঠী কোম্পানি প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে।
এবারকার প্রকাশিত উত্পাদন শিল্পের ৫০০টি সেরা শিল্পপ্রতিষ্ঠান গত বছর মোট ৫.৭ ট্রিলিয়ান ইউয়েন রেনমিনপি আয় করেছে। শ্রেষ্ঠ দশটি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি হচ্ছে ইস্পাত কোম্পানি। এতে বুঝা যায়, চীনের উত্পাদন শিল্পের আকার ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে। ভারী রাসায়নিক শিল্প গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা জানিয়েছেন, যদিও চীনের উত্পাদন শিল্পের আকার ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে, তবু বিশ্বের উন্নত মানের তুলনায় এখনো কিছুটা ব্যবধান রয়েছে। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন আর উদ্ভাবন ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণকরা, শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনা সুবিন্যস্ত করা, শিল্পপ্রতিষ্ঠানের ট্রেডমার্কের বিষয়টি জোরদারসহ নিশ্চিত করা ইত্যাদি হচ্ছে ভবিষ্যতে চীনের উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশের প্রধান দিক।
|