v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-18 18:38:34    
চীন পরিবেশ সমস্যা নিষ্পত্তির জোর প্রচেষ্টা চালাচ্ছে

cri
    ১৮ আগষ্ট চীনের প্রথম জাতীয় পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । বর্তমান কঠোর পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবেশ সংক্রান্ত প্রযুক্তি উন্নত করা চীনের পরবর্তীকালে একটি প্রধান কর্তব্য হবে । চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের প্রধান চৌ সেন সিয়েন সম্মেলনে বলেছেন , পরবর্তীকালে চীন সরকার পরিবেশ বিষয়ক প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়াবে , পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের ওপর গবেষণা শুরু করবে এবং পরিবেশ সংক্রান্ত প্রযুক্তি গবেষণা ও পন্য তৈরী করতে শিল্পপ্রতিষ্ঠানকে উত্সাহ দেবে ।

    গত বিশ বছরে চীনের অর্থনীতি ও সমাজের দ্রুত প্রসার হয়েছে । কিন্তু এই দ্রুত প্রসারের ফলে সম্পদের অতিরিক্ত ব্যবহার হয়েছে , এবং পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে । এই উন্নয়ন পদ্ধতির কারণে চীনের সম্পদ ও পরিবেশ অর্থনীতি ও সমাজের ক্রমোন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

    চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ ইয়েন হুয়া জাতীয় পরিবেশ সংক্রান্ত প্রযুক্তি সম্মেলনে ভাষণ দেয়ার সময় বলেছেন , চীনের পরিবেশ সমস্যা সমাধানের জন্য বিদেশে কোনো কার্যকর প্রযুক্তি ও অভিজ্ঞতা নেই যা আমরা শিখতে পারি । এই সমস্যার সমাধানে চীনকে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে । তিনি বলেছেন , পরিবেশ সমস্যার জটিলতা ও ব্যাপকতার ক্ষেত্রে চীন পৃথিবীর অনেক শিল্পোন্নত দেশকে ছাড়িয়ে গেছে । প্রতি বছর দুষণ থেকে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি জি ডি পির ৫ শতাংশের মতো । চীনের পল্লী অঞ্চলে ৩৬ কোটি অধিবাসী পানীয় জল পাচ্ছে না । এই ধরনের পরিবেশ দুষণ আঞ্চলিক দুষণ নয় । ব্যাপকভাবে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে গুরুতর দুষণ সমস্যা নিয়ন্ত্রণ করেই শুধু চীনের অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায় ।

    জানা গেছে , গুরুতর পরিবেশ দুষণ সমস্যা ছাড়াও চীনে সম্পদ ও শক্তিসম্পদের অপরিপূর্ণ ব্যবহার , পরিবেশের বিনির্মানের অবনতি ও সম্পদের অপর্যাপ্ততা ইত্যাদি সমস্যা আছে । চীনের বর্তমান পরিবেশ সংক্রান্ত প্রযুক্তির মান পরিবেশের কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খায় না। এই সব সমস্যার মধ্যে আছে দুষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মান নীচু , পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা অনুন্নত আর পরিবেশ সংক্রান্ত প্রযুক্তি গবেষণায় আর্থিক ঘাটতি ইত্যাদি ।

    এই সমস্যা সমাধানের জন্য চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের প্রধান চৌ শেন সিয়েন বলেছেন , পরিবেশ বিষয়ক প্রযুক্তির মান উন্নত করার জন্য পরবর্তীকালে সরকার এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়াবে এবং পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি গবেষণা প্রকল্পের কাজ শুরু করবে ।

জানা গেছে , আগামী ১৫ বছরে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন পরিকল্পনায় ১৬টি বড় প্রকল্পের মধ্যে চারটি পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত । এতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে পরিবেশ বিষয়ক প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবস্থান প্রতিফলিত হয়েছে । সম্প্রতি পানির গুণগত মান উন্নত করার জন্য পানির দুষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত একটি গবেষণা প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে । এতে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার মোট এক বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করেছে ।

    পরিবেশ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণায় বেসরকারী অর্থ আকর্ষণের জন্য চীন সরকার দেশবিদেশের শিল্পপ্রতিষ্ঠানকে পরিবেশ সংক্রান্ত গবেষণায় অংশ নিতে উত্সাহ দেবে। চৌ সেন সিয়েন বলেছেন , বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোদেশের পরিবেশ উন্নয়ন পরিকল্পনা ও গবেষণা প্রকল্পগুলোতেঅংশ নিতে পারে এবং বিদেশী শিল্পপ্রতিষ্ঠানকে চীনে পরিবেশ সংক্রান্ত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে সাহায্য দেবে ।

    জানা গেছে , এ ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং বিদেশের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা আমদানি করবে ।