১৮ আগস্ট ইস্রাইলের "গ্যারেজ" পত্রিকার এক খবরে প্রকাশ , ইস্রাইলীপ্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সম্প্রতি বলেছেন , জর্দান নদীর পশ্চিম তীর থেকে সৈন্য প্রত্যাহারের একক কার্যপরিকল্পনা পালন করা এখন ইস্রাইল সরকারের প্রধান কাজ নয় ।
খবরে প্রকাশ , তার নেতৃত্বাধীন কাদিমা পার্টির উচ্চপদস্থ সদস্যদের সঙ্গে বৈঠক করার সময়ে ওলমার্ট বলেছেন , লেবানন-ইস্রাইল সংঘর্ষেরকারণে এখন একক কার্য পরিকল্পনার কথা তুলে ধরা উচিত হবে না । ইস্রাইল সরকারের হেজবুল্লার রকেটের হামলায় নষ্ট হওয়া উত্তর ইস্রাইলীঅঞ্চলের পুননির্মাণ দরকার । কাদিমা মনে করে যে , ওলমার্ট যে কথা বলেছেন তা মানে তার উত্থাপিত অব্যাহতভাবে জর্দান নদীর পশ্চিম তীর থেকে সৈন্য প্রত্যাহার করার একক কার্য পরিকল্পনা বাস্তবায়িত হবে না ।
|