পাকিস্তানের করাচীতে ১৭ আগস্ট সন্ধ্যায় মুষল-ধারে বৃষ্টি হয়েছে। এ সময় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে ২৬ জন নিহত হয়েছে।
মুষল-ধারে বৃষ্টি দু'ঘন্টারও বেশী স্থায়ী ছিল। ফলে সারা করাচী শহরে যানজট হয়েছে এবং বিদ্যুত্ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। করাচী শহরে সরকার সামরিক পুলিশ নিয়োগ করে আটকা পড়া মানুষকে সাহায্য করতে বাধ্য হয়েছে।
অন্য খবরে প্রকাশ, মুষল-ধারে বৃষ্টির কারণে করাচী ও কাছের হায়দরাবাদ শহরে শুক্রবার ছুটি দেয়া হয়েছে।
|