সুইডেন ও অস্ট্রেলিয়ার পর চীনের চিকিত্সা মহল এই প্রথম মানব জাতির এইচ বি ও ভি ভাইরাস আবিষ্কার করেছে ।
১৮ আগস্ট চীনের রোগ নিবারণ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ভাইরাস নিবারণ ও নিয়ন্ত্রণ বিভাগ ও হু নান প্রদেশের ছেন চৌ শহরের প্রথম গণ হাসপাতাল সূত্র থেকে জানা গেছে , এই দুটো চিকিত্সা সংস্থ পারস্পরিক সহযোগিতায় গবেষণা করে দেহের বাইরে ডি এন এ পরীক্ষা চালিয়ে মানব জাতির এইচ বি ও ভি ভাইরাস সনাক্ত করতে সক্ষম হয়েছে ।
গত বছরের আগস্ট মাসে সুইডিশ বিজ্ঞানীরা প্রথমবারর মত শিশুদের শ্বাস-নালীর নি:সৃত বস্তুর মধ্যে মানব জাতির নতুন ও সূক্ষ্ম ভাইরাস আবিষ্কার করেছেন । তারা এই ভাইরাসকে মানব জাতির এইচ বি ও ভি বলে নাম দিয়েছেন । এক মাসের পর অস্ট্রেলিয়ার পন্ডিতরা আবারো বিষম শ্বাস-নালীর সংক্রমণে আক্রান্ত শিশুদের মধ্যে একই ধরণের ভাইরাস সনাক্ত করেছেন ।
|