চীনের অর্থনৈতিক বিকাশ ও শ্রম শক্তির বাজারের প্রয়োজনের বৈশিষ্ট্য অনুসারে চীন সরকার দেশের নবোত্থিত ও অতি প্রয়োজনীয় প্রকৌশলগত পেশার ক্ষেত্রে অন্যান্য দেশের সংগে সহযোগিতা করে শিক্ষা কার্যক্রমের প্রচেষ্টাকে উত্সাহিত করবে ।
চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় সম্প্রতি এই প্রসংগে একটি বিধি প্রণয়ন করেছে । আগামী ১ অক্টোবর এই বিধি জারি করর হবে । বিধিতে বলা হয়েছে , চীন সরকার বিদেশী উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ পদ্ধতির প্রতিফলনকারী উত্কৃষ্ট পেশাগত কৌশল প্রশিক্ষণের সম্পদ আমদানি করতে উত্সাহ দেয় । চীন ও অন্যান্য দেশের সহযোগিতায় পরিচালিত পেশাগত কৌশল প্রশিক্ষণ সংস্থাগুলো চীনের বেসরকারী স্কুলগুলোর মত সরকারের সমর্থন ও পুরস্কার প্রাপ্তির নীতি ভোগ করবে । এসব সংস্থা যেমন চীনের ভেতরে পেশাগত কৌশলের প্রশিক্ষণ দিতে পারবে , তেমনি চীনের বাইরেও সংশ্লিষ্ট তত্পরতা চালাতে পারবে ।
|