চীনের তৈরি এইডস রোগের টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে । গবেষণার ফলাফলে প্রতীয়মান হয় যে , এই টিকা কিছুটা নিরাপদ । এর মান আন্তর্জাতিক টিকার মানের সমান ।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রণালয় ও জাতীয় খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরো ১৮ আগস্ট যৌথভাবে এই সংবাদ জানিয়েছে । জানা গেছে, গত বছর থেকে চীন পর পর ৪৯জন স্বেচ্ছাসেবককে এই টিকা দিয়েছে । এখন পর্যন্ত পাওয়া পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে , স্বেচ্ছাসেবকদের মধ্যে গুরুতর কোনো পার্শ্ব- প্রতিক্রিয়া দেখা যায় নি ।
জানা গেছে , প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চীনের গবেষকরা পরবর্তী ক্লিনিক্যাল গবেষণার পরিকল্পনা প্রণয়ন করবে । পরিকল্পনাটি অনুমোদন পাওয়ার পর পরই এইডস রোগের দ্বিতীয় পর্যায়ের গবেষণা শুরু হবে ।
|