১৮ আগস্ট ভোরে ইরানের একটি যাত্রাবাহী বাস পূর্ব তুরস্কের ভান প্রদেশে তুরস্কের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে।
তুরস্কের তথ্য মাধ্যমের খবরে প্রকাশ, বাসটি সিরিয়া থেকে ইরানে যাচ্ছিল। ভান প্রদেশের কালদিরান জেলার একটি গ্রামের কাছাকাছি পৌঁছুলে তুরস্কের একটি পাথর বহনকারী ট্রাকের পিছনে ধাক্কা খেলে দুর্ঘটনাস্থানেই ১৪ জন নিহত এবং কয়েকজন আহত হয়। পরে হাসপাতালে তিনজন মারা যায়।
আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
|