পিপলস ডেইলি সূত্রে জানা গেছে, চীনের কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট প্রদেশ ও শহর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৫০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করেছে। একই সঙ্গে তৃণভূমির সংরক্ষণ ও নির্মাণ, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পশু ও বৃক্ষের সংরক্ষণ প্রভৃতি কৃষি প্রকল্পে অর্থায়ন করেছে। যাতে বলিষ্ঠভাবে তিব্বতের কৃষি উত্পাদন ও কৃষকদের জীবন-যাপন মান উন্নত করা যায় এবং কৃষি ও কৃষকদের সার্বিক উত্পাদনশক্তির উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
সংবাদদাতা সম্প্রতি তিব্বতের রাজধানী লাসায় অনুষ্ঠিত কৃষি ক্ষেত্রে তিব্বতকে সাহায্য করা বিষয়ক চীনের সারা দেশের কর্ম সম্মেলনে উল্লেখিত তথ্য পেয়েছেন।
চীনের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী তু ছিংলিন সম্মেলনে ব্যাখ্যা করে বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে কৃষি মন্ত্রণালয় অব্যাহতভাবে নীতি, পুঁজি, প্রকল্প, প্রযুক্তিবিদ ইত্যাদি ক্ষেত্রে তিব্বতকে সাহায্য করবে।
|