চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ আলোচনা সভা ১৭ আগস্টসাফল্যের সঙ্গে ইসলামাবাদে শেষ হয়েছে । এবারের সভায় দুপক্ষ দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা র বিষয়ে মত বিনিময় করেছে ।
দুদিনব্যাপী আলোচনা সভায় চীনা গণ মুক্তি ফৌজের সহকারী চীফ অব দি জেনারেল স্টাফ চাং ছিন পাকিস্তানের চীফ অব দি স্টাফ পরিষদের চেয়ারম্যান এহসান উল হকের সঙ্গে দু'বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছেন। ২০০২ সালের মার্চ মাসে পাকিস্তানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্তপ্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । পরবর্তীআলোচনা সভা ২০০৭ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
|