১৭ আগস্ট শ্রীলংকার সরকারী বাহিনী উত্তর শ্রীলংকার জাফনা উপদ্বীপের ওপর তামিল টাইগার সংস্থার আক্রমণকে প্রতিহত করেছে এবং সেই সংস্থার ৫০জন সদস্যকে হত্যা করেছে ।
শ্রীলংকার সামরিক মহলের মুখপাত্র উপালি রাজাপাকসা বলেছেন , ১৭ আগস্ট ভোরে টাইগার সংস্থা সমুদ্র থেকে জাফনা উপদ্বীপের কিলালি এলাকায় অবস্থিত সরকারী বাহিনীর অবস্থানের ওপর আক্রমণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয় । বেলা হওয়ার আগে সরকারী বাহিনী টাইগার সংস্থার আক্রমণকে প্রতিহত করেছে । গুলি বিনিময়ে সরকারী বাহিনীর কমপক্ষে ৬জন সৈন্য নিহত ও ৬০জন আহত হয়েছে ।
|