স্থাবর সম্পত্তির ঋণে উচ্চ ঝুঁকি থাকার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের তহবিল সংস্থাগুলোকে স্থাবর সম্পত্তির ঋণের উপর তার তত্ত্বাবধান জোরদার করতে তাগিদ দেয়ার জন্যে চীনের ব্যাংক তত্ত্বাবধান কমিটি বাস্তব ব্যবস্থা নেবে ।
ব্যাংক তত্ত্বাবধান কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ১৬ আগস্ট এই সব ব্যবস্থা ব্যাখ্যা করার সময়ে বলেছেন , যে প্রকল্পের পূঁজির অনুপাত ৩৫ শতাংশেরও চেয়ে কম এমন ঋণ নেয়ার যোগ্যতাবিহীন স্থাবর সম্পত্তির শিল্পপ্রতিষ্ঠানকে ব্যাংকের তহবিল সংস্থাগুলোর ঋণ দেয়া কড়াকড়িভাবে নিষেধ করা হবে । যে শিল্পপ্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে জমি এবং বাড়ি মজুত করে বাজারের শৃঙখলা নষ্ট করবে তার ঋণ নেয়ার পরিমাণ কড়াকড়িভাবে সীমিত করা হবে এবং যে শিল্পপ্রতিষ্ঠান নানা পদ্ধতির মাধ্যমে স্থাবর সম্পত্তির ঋণ নেয়ার চেষ্টা করে তাও প্রতিরোধ করা হবে ।
|