৫০ বছর একবার করে দেখা দেয়া ভয়াবহ খরা পশ্চিম চীনের কেন্দ্রশাসিত শহর ছুং ছিংয়ের জন্যে ২৮৭ কোটি ইউয়ানের অর্থনৈতিক ক্ষতি এনে দিয়েছে । তার মধ্যে কৃষির অর্থনৈতিক ক্ষতি ১৯০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে ।
গত বুধবার পর্যন্ত ছুং ছিংয়ের ৪০টি এলাকা ও জেলা বিভিন্ন মাত্রায় খরাকবলিত হয়েছে । দুই তৃতীয়াংশ মহকুমাগুলোতে পানি সরবরাহের ক্ষেত্রে অসুবিধা দেখা দিয়েছে এবং ৭০ লাখেরও বেশি লোকের খাবার পানির ক্ষেত্রে সাময়িক অসুবিধা দেখে দিয়েছে ।
ছুং ছিং পৌর সরকার বিভিন্ন ধরণের জলসেচ প্রকল্প ও পানি সরবরাহ প্রকল্পের ওপর নির্ভর করে বিজ্ঞানসম্মত সমন্বয়ের মাধ্যমে কার্যকরীভাবে গ্রামাঞ্চলের জনসাধারণের পানি খাওয়ার অসুবিধা প্রশমিত করতে সক্ষম হয়েছে । বর্তমানে ছুং ছিংয়ের গ্রামাঞ্চলের জনগণের জীবনযাত্রায় প্রয়োজনীয় পানি মোটামুটি নিশ্চিত করা সম্ভব হয়েছে ।
|