v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-17 16:59:32    
চীনে মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত

cri
    গত জুলাই মাস থেকে মেধা স্বত্ব রক্ষার কাজ জোরদার করার জন্য চীনের বিভিন্ন স্থানে মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চীনে মোট ৩৫টি মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের সংবাদদাতাকে বলেছেন , এ মাসের শেষ নাগাদ চীনে আরো ১৫টি মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে , তখন অভিযোগ কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৫০টি ।

    পৃথিবীর বেশির ভাগ দেশের মতো চীনের মেধা স্বত্ব রক্ষার দায়িত্ব কয়েকটি সরকারী বিভাগ মিলিতভাবে পালন করে । বর্তমানে কোনো কোনো সরকারী বিভাগের মেধা স্বত্ব লংঘন অভিযোগ কার্যালয় ও টেলিফোন নম্বর শুধু গ্রন্থ স্বত্ব বা মার্কা স্বত্ব পৃভৃতি বিশেষ ধরনের মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগ করা যায় । এই ধরনের মেধা স্বত্ব লংঘন অভিযোগ ব্যবস্থার জন্য অনেক অভিযোগকারী অসুবিধা মনে করেন ।

      চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার অর্থনীতির শৃঙ্খলা কার্যালয়ের মেধা স্বত্ব বিভাগের প্রধান চাও হুয়াই ইয়োন উল্লেখ করেছেন , সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্রগুলো এই সমস্যা সমাধান করবে । তিনি বলেছেন , মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র একটি পরিসেবামূলক সংস্থা , তার আইন প্রয়োগের কোনোক্ষমতা নেই । এই কেন্দ্র হলো সরকার ও মেধা স্বত্বের অধিকারীদের মধ্যে যোগাযোগকারীএকটি পরিসেবামূলক সংস্থা । এই সব মেধা স্বত্ব লংঘন অভিযোগকেন্দ্রের কল্যাণে অভিযোগকারীরা আশেপাশের যে কোনঅভিযোগ কেন্দ্রে মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত সব ধরনের অভিযোগ পত্র জমা দিতে পারেন ।

    মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগ কেন্দ্রের দায়িত্ব হলো সমাজের সব মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগ গ্রহণ করা । নাগরিক ও মেধা স্বত্বের অধিকারীদেরকে মেধা স্বত্ব সম্পর্কেপরামর্শ দেয়া । তাদেরকে চীনের মেধা স্বত্ব রক্ষা সম্পর্কিত আইনবিধি ও আইনগত সাহায্য দেয়া এবং প্রশাসনিক ব্যবস্থা ব্যাখ্যা করাসহ আইন প্রয়োগকারী সংস্থার জন্য মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত মামলা সংগ্রহ ও এ সম্পর্কিত পরিসংখ্যান সরবরাহ করা ।

    বর্তমানে বিভিন্ন জায়গার মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্রগুলোর কাজ ঠিক মতো চলছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এই সব কেন্দ্র ইতোমধ্যে ১৯ শ'টি মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগপত্র বা টেলিফোন পেয়েছে এবং সে গুলোকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগে পাঠিয়েছে ।

    চাও হুয়াই ইয়োন বলেছেন , আগষ্ট মাসের শেষ দিকে চীনের প্রতিটি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক এলাকায় মেধা স্বত্ব অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । যে সব অঞ্চলে মেধা স্বত্ব লংঘন সমস্যা গুরুতর অথবা যেখানে বিদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশি , সেই সব অঞ্চলেও মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । তিনি বলেছেন , পরবর্তী পর্যায়ে ৫০টি মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র নিয়ে একটি জাতীয় অভিযোগ নেট সৃষ্টি হবে । ইন্টারনেটে এই ৫০টি অভিযোগ কেন্দ্রের তথ্য পাওয়া যায় । এই ব্যবস্থার কল্যাণে অভিযোগকারীরা দেশের যে কোনো অঞ্চলে অভিযোগ করলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিভাগ রির্পোট পাবে ।

    পরবর্তীকালে চীনের বিভিন্ন স্তরের তত্ত্বাবধান বিভাগ ইন্টারনেটের মাধ্যমে মেধা স্বত্ব সম্পর্কিত মামলা বিচারের অবস্থা খোঁজখবর নিতে পারে এবং মামলাগুলোর নিষ্পত্তি তরান্বিত করতে পারে। চাও হুয়াই ইয়োন বলেছেন , অন্য দেশে মেধা স্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র কম , এতে চীন সরকারের মেধাস্বত্ব রক্ষার সংকল্প প্রতিফলিত হয়েছে । তা ছাড়া , সারা দেশে মেধা স্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠা আর এ সম্পর্কিত ওয়েবসাইট প্রতিষ্ঠা মেধা স্বত্ব সম্পর্কিত মামলা নিষ্পত্তির কার্যকরীতা ও স্বচ্ছলতা বাড়াবে এবং মেধা স্বত্ব লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেবে ।