চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও ১৫ আগস্ট পুনরায় ঘোষণা করেছেন , চীনের ক্ষমতাসীন পার্টিহিসেবে চীনা কমিউনিস্ট পার্টির সব কাজ ও নীতি হওয়া উচিত পরিপূর্ণভাবে জনসাধারণের মৌলিক স্বার্থের প্রতিফলন ও বাস্তবায়ন জোরদার করা এবং স্বার্থসংশ্লিষ্ট সকল দিককে সুরক্ষা করা ।
কিছু দিন আগে চীন পার্টি , রাষ্ট্র ও সামরিকবাহিনীর সাবেক শীর্ষ নেতা চিয়াং চেমিনের বই প্রকাশ করেছে । ১৫ আগস্ট চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বইটি পড়া সম্পর্কে পেইচিয়ে এক সভার আয়োজন করেছে । সভায় হুচিনথাও উক্ত কথা বলেছেন ।
চীনা কমিউনিস্ট পার্টি অব্যাহতভাবে নিজের প্রতিষ্ঠার কাজ উন্নত করবে , ক্ষমতা পালনের শক্তি জোরদার করবে , সত্যিকারভাবে চীনের প্রগতিশীল উত্পাদন শক্তির উন্নয়ন, প্রগতিশীল সংস্কৃতির উন্নয়নেরদিক এবং জনসাধারণের সকল মৌলিক স্বার্থ প্রতিনিধিত্ব করবে বলে হু চিনথাও আহবান জানিয়েছেন । হু চিনথাওয়ের ভাষণ অনুযায়ী সম্পদ সাশ্রয়, পরিবেশের সুষম সমাজ নির্মাণ করা , রাজনৈতিক ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করা , সমাজতান্ত্রিক আইনগত রাষ্ট্র গঠন করা এবং সমাজের অসুষম উপাদান নিষ্পত্তি করা চীনের পরবর্তীকালের প্রধান কাজ হবে ।
|