১৬ আগস্ট সকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক ব্যুরোর প্রধান হারাদা চিকাহিতো জাপানস্থ রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিখাইল গালুচিনকে ডেকে পাঠান । এই দিন সকা লে জাপানের মত্স্য শিকারী জাহাজ রাশিয়ার টহলদার বোটের গুলিবর্ষণে আক্রান্ত হয়েছে তা উল্লেখ করে তিনি রাশিয়ার কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ।
খবরে প্রকাশ , রাশিয়া ঘটনাটি বিস্তারিতভাবে প্রকাশ করবে এবং যততাড়াতাড়িসম্ভব আটককৃত জাপানের মত্স্যশিকারী জাহাজ ও জেলেদের মুক্তি দেবে বলে হারাদা চিকাহিতো দাবী করেছেন । গালুচিন সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে , জাপানী জাহাজ রাশিয়ার জলসীমায় আটক হয়েছে । কিন্তু তিনি এর বেশি কিছু বলেননি ।
এ দিন সকালে জাপানের এক মত্স্য শিকারী জাহাজ ৪টি উত্তরদ্বীপের উত্তর পূর্ব জলসীমায় মাছ শিকার করার সময়ে রাশিয়ার টহল বোটতার উপর গুলিবর্ষণ করেছে এবং জাহাজটিকে আটক করেছে । রাশিয়ার সংশ্লিষ্ট বিভাগ জাপানকে বলেছে , রাশিয়া একটি জাপানী মত্স্য শিকারী জাহাজ আটক করেছে এবং একজন জেলে নিহত হয়েছে ।
|