চীনের নির্মাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ এখন থেকে " আবাসিক ভবনের সাশ্রয়সম্মত ডিজাইনের মানদন্ড" সম্পর্কে জনসাধারণের কাছ থেকে মতামত সংগ্রহ করছে । এই মানদন্ড আনুষ্ঠানিকভাবে চালু হলে তার অর্থ এই দাঁড়াবে যে , চীনের আবাসিক ভবনের সাশ্রয়সম্মত ডিজাইনের মানদন্ড পেশাগত মানদন্ড থেকে জাতীয় মানদন্ডে উন্নীত হবে ।
জানা গেছে , চীনের আবাসিক ভবন নির্মাণের কাজে ব্যবহৃত শক্তি সম্পদ সারা দেশের শক্তি সম্পদের মোট পরিমাণের এক চতুর্থাংশ ছাড়িয়ে গেছে এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের সংগে সংগে ধাপে ধাপে তা এক তৃতীয়াংশে উন্নীত হবে ।বর্তমানে আবাসিক ভবন নির্মাণের কাজে বিপুল শক্তি ব্যবহৃত হচ্ছে এবং খুব বেশি অপচয় হচ্ছে ।
|